বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
নতুন ৩ জনসহ দেশে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা এ পর্যন্ত ২৭ জন। নতুন আক্রান্ত ৩ জনের মধ্যে এদের ১ জন মহিলা ও ২ জন পুরুষ। এদের ২ জন বিদেশ ফেরতদের মাধ্যমে এবং অন্যজন আক্রান্তদের সংস্পর্শে এসে আক্রান্ত হয়েছেন। যাদের বয়স যথাক্রমে ৩০, ৪০ ও ২০। আক্রান্তদের একজনের মধ্যে ডায়াবেটিস ও কোমরবিডিটি (অন্যান্য স্বাস্থ্য সমস্যা) আছে। বিশেষ করে কিডনীজনিত সমস্যায় ডায়ালাইসিস করানো হচ্ছে। তবে ৩ জনেরই মৃদু লক্ষণ। সবাই ভালো আছে।
এদিকে আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন আরও দু’জন। আগের তিন জনসহ সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এ পর্যন্ত মোট পাচ জন। এছাড়া আক্রান্তদের মধ্যে এ পর্যন্ত দু’জন মারা গেছেন।
বর্তমানে করোনাভাইরাসে আক্রান্ত চিকিৎসাধীন আছেন ২০ জন। এদের মধ্যে এক জন বাদে সকলের শারীরিক অবস্থা ভালো।
রোববার (২২ মার্চ) সংবাদ সম্মেলনে এ কথা জানান সরকারের রোগ তত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) পরিচালক প্রফেসর মীরজাদী সেব্রিনা ফ্লোরা এ তথ্য জানান। আইইডিসিআর পরিচালক আরও জানিয়েছেন, গত ২৪ ঘন্টায় হট লাইনে কলের সংখ্যা ৩৮১২টি। এদের মধ্যে ৩৭২৫টি করোনা সংক্রান্ত। নমুনা সংগ্রহ করা হয়েছে ২৪ ঘন্টায় ৬৫ জনের। এ পর্যন্ত সর্বমোট ৪৬৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।