Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

করোনা আতঙ্কে দুবাইতে গৃহবন্দি সোনু নিগম

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২২ মার্চ, ২০২০, ৩:৪৯ পিএম

সারা বিশ্বে করোনা প্রাদুর্ভাবে কেউ কেউ নিজ দেশে ফিরছেন আবার কেউ ভিনদেশে গৃহ বন্দি করে রেখেছেন। এদিকে করোনা আতঙ্কে এবার দুবাইতে বন্দি সোনু নিগম। দুবাইতেই স্ত্রী এবং ছেলের সঙ্গে ঘরের ভিতর বন্দি বলিউডের জনপ্রিয় গায়ক।

তিনি জানান, করোনার জেরে বাতিল হয়ে যায় তার মুম্বইয়ের কনসার্ট। ফলে দুবাইতে স্ত্রী ও ছেলের কাছেই আপাতত রয়েছেন সোনু।

তিনি আরও জানান, নিভান (সোনুর ছেলে)-এর স্কুল বন্ধ। তাই ঘরে থাকাটা খুব একটা অসুবিধার বিষয় নয়। করোনার আতঙ্ক না কাটা পর্যন্ত তিনি দুবাইতেই থাকবেন বলে জানান বলিউডের জনপ্রিয় গায়ক।

এদিকে লন্ডন থেকে ফেরার কিছুদিনের মধ্যেই অসুস্থ হয়ে পড়েন কণিকা কাপুর। ৯ মার্চ দেশে ফেরার পর ১১ তারিখ মুম্বই থেকে লখনউতে ফেরেন কণিকা। এরপর ১৮ মার্চ হঠাত অসুস্থ হয়ে পড়েন তিনি।

লন্ডন থেকে করোনা সংক্রমণ নিয়ে ফেরার পরও কণিকা কেন তথ্য গোপন করেছেন, তা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেন অনেকেই। ফলে কণিকা কাপুরের বিরুদ্ধে সরোজিনি নগর থানায় দায়ের করা হয়েছে এফাইআর।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ