বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
যশোরে হোম কোয়ারন্টাইনে রাখা করোনাভাইরাসের সন্দেভাজনদের সংখ্যা বেড়েই চলেছে। যশোরের সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন জানান, গত ২৪ঘন্টায় ২শ’১৮জনসহ জেলায় এ পর্যন্ত হোম কোয়ারেন্টাইনে রাখা লোকের সংখ্যা ৫শ’৫৩ জনে দাঁড়ালো।
জেলা প্রশাসক মোঃ শফিউল আরিফ জানান, ইমিগ্রেশন থেকে গত ১৫দিনে বিভিন্ন দেশ থেকে ফের আসা ৯হাজার ৭শ’ জনের একটা তালিকা পেয়েছি যশোর জেলার। তাদের খোঁজে প্রশাসনের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হয়েছে। উপজেলা ও ইউনিয়ন পরিষদের মাধ্যমে তাদের সন্ধান করা হচ্ছে। ইতোমধ্যে যাদেরকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে,তাদের পরিবারের কেউ না কেউ বিদেশ থেকে এসেছেন। তিনি লোকজনকে আতঙ্কিত না হয়ে, সচেতন হওয়ার অনুরোধ জানিয়েছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।