Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

করোনা: সন্তানদের নিয়ে সিঙ্গাপুরে ঋতুপর্ণা

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২২ মার্চ, ২০২০, ২:৩১ পিএম

‍বিশ্বজুড়ে করোনা আতঙ্কে মানুষ যতটা সম্ভব নিজেকে গৃহ বন্দি করে রেখেছেন। এ আতঙ্কের মধ্যে পরিবারের সঙ্গে ছুটি কাটাতে সিঙ্গাপুরে উড়ে গিয়েছেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত।

জানা যাচ্ছে, এই মুহূর্তে টলি পাড়ায় সমস্ত ছবির কাজ বন্ধ, তাই পরিবারের সঙ্গে ছুটি কাটাতেই সিঙ্গাপুরে উড়ে গিয়েছেন ঋতুপর্ণা। সেখানে তার সঙ্গেই রয়েছে মেয়ে ঋষণা ও ছেলে অঙ্কন। আপাতত ঋষণা ও অঙ্কন দুজনের স্কুলই বন্ধ তাই তাদের সঙ্গে জমিয়ে সময় কাটাচ্ছেন অভিনেত্রী।

মেয়ে ঋষণার সঙ্গে সিঙ্গাপুরের একটি দোকানে নিত্য প্রয়োজনীয় কিছু জিনিস কেনাকেটা করার কিছু ছবি ইন্সটাগ্রামে শেয়ার করেছেন তিনি। যেখানে ঋতুপর্ণা ও তার মেয়ে ঋষণা দুজনকে মাস্ক পরে থাকতে দেখা যাচ্ছে। যতরকম সতর্কতা অবলম্বন করা যায়, সবকিছু মেনেই অভিনেত্রী ও তার পরিবার সেখানে রয়েছেন বলে জানা যাচ্ছে।

এদিকে নিজের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে করোনা নিয়ে সমস্ত মানুষকে সচেতনও করেছেন অভিনেত্রী।

আপাতত এ অভিনেত্রীর ৩১ মার্চ পর্যন্ত দেশে ফেরার কোনও সম্ভবনা নেই, তারপরেও বেশকিছুদিন অভিনেত্রী ও তার পরিবারের সিঙ্গাপুরেই থাকার কথা রয়েছে বলে জানা যাচ্ছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ