বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
মহামারী করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ১১৬ জনকে হোম কোয়ারেন্টাইনে পাঠান হয়েছে।
ওরা সবাই বিদেশফেরত।
এ নিয়ে চট্টগ্রামে হোম কোয়ারেন্টাইনে আছেন মোট ৯৭৩ জন। আজ রোববার দুপর পর্যন্ত এ তথ্য জানান চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি।
তিনি বলেন, গণমাধ্যমকে জানান, এয়ার এরাবিয়া ফ্লাইটে মধ্যপ্রাচ্য থেকে সর্বশেষ ১১৬ জন চট্টগ্রামে পৌঁছান। তাদের সবাইকে হোম কোয়ারেন্টাইনে পাঠান হয়েছে। এর আগে হোম কোয়ারেন্টাইনে পাঠান হয়েছিল ৮৫৭ জনকে।
তাদের নাম ঠিকানা বৃত্তান্ত সংশ্লিষ্ট প্রশাসনের কাছে দেওয়া হয়েছে ১৪ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টাইন অবস্থান নিশ্চিত করার জন্য।
এদিকে সরকারি প্রশাসন এখন করোনাভাইরাস সংক্রমণ রোধে বিদেশফেরত প্রবাসীদের হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করতে দৃশ্যত তৎপর।
তবে এরআগেই ঢাকা ও চট্টগ্রাম আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে যারা চট্টগ্রাম অঞ্চলের বিভিন্ন স্থানে ছড়িয়ে গেছে এবং হোম কোয়ারেন্টাইন ফাঁকি দিয়ে আছে তারাই ঝুঁকি বা বিপত্তি হয়ে দেখা দিতে পারে। এদের সঠিক হিসাবও নেই।
এ নিয়ে স্বাস্থ্য বিভাগ, মাঠ প্রশাসন বেকায়দায় পড়েছে। চট্টগ্রামবাসীর মাঝেও আছে উদ্বেগ ও ঝুঁকির শঙ্কা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।