Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মে’র অজানা ১০

প্রকাশের সময় : ১৪ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : দায়িত্ব নেওয়ার পর তিনি হচ্ছেন ব্রিটেনের দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী। স্বাভাবিকভাবেই তাকে নিয়ে প্রচুর কৌতূহল আছে জনমনে। জেনে নেওয়া যাক তেরেসা মে সম্পর্কে কিছু অজানা তথ্য। তিনি ভূগোলে স্নাতক পাস করেন। এমপি হওয়ার আগে ব্যাংক অব ইংল্যান্ডে চাকরি করেন তিনি। তাকে ব্রিটেনের অ্যাঙ্গেলা মার্কেল বলা হয়ে থাকে। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো ছিলো তেরেসার বান্ধবী। স্বামী ফিলিপ মের সঙ্গে তেরেসার পরিচয়ও করিয়ে দিয়েছিলেন বেনজির ভুট্টো। বেনজির ফিলিপেরও বন্ধু ছিলেন। গণভোটের সময় তিনি কোনও অবস্থান প্রকাশ করেননি। তিনি ছয় বছর স্বরাষ্ট্র সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। দায়িত্ব পালনের সময়ে তাকে বছরে অভিবাসীর সংখ্যা এক লাখে নামিয়ে আনার লক্ষ্য বেঁধে দেওয়া হয়। তিনি সেটিকে তিন লাখ ৩৩ হাজারে নামিয়ে আনেন। সেটি করতে গিয়ে দুই পক্ষেরই বিরাগভাজন হন। অভিবাসীরা তাকে শত্রু ভাবতে শুরু করে আর বিরোধীরা তাকে ব্যর্থ মনে করে। তিনিই প্রথম গো-হোম লিখিত বিলবোর্ড স্থাপন করেন। সমলিঙ্গের বিয়ের সমর্থক ছিলেন তিনি। তবে ২০০২ সালে গে বিয়ে অধিকারের বিরুদ্ধে ভোট দেন তিনি। তিনি চান ব্রিটেন যেন ইউরোপিয়ান কনভেনশন অন হিউম্যান রাইটস থেকে নিজেদের সরিয়ে নেন। তবে জানিয়েছেন প্রধানমন্ত্রী হলে তিনি এমনটি করবেন না। তিনি টাইপ ওয়ান ডায়াবেটিসের রোগী। দিনে দুইবার ইনসুলিন নিতে হয় তাকে। সূত্র: বাজফিড।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মে’র অজানা ১০

১৪ জুলাই, ২০১৬
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ