Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

করোনা দিনগুলোতে বিরাট-আনুষ্কার প্রেম

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২২ মার্চ, ২০২০, ১২:৪৬ পিএম

করোনা প্রাদুর্ভাবে বিশ্ব জুড়ে একে একে বন্ধ হতে চলেছে সব কিছু। এদিকে করোনা ভাইরাস সংক্রমনের জেরে বন্ধ হয়েছে আইপিএল। মুম্বই পাড়ার শুটিংও বন্ধ। তাই বিরাট-আনুষ্কা কার্যত গৃহবন্দি। কখনও করোনা নিয়ে সচেতনতার ভিডিও পোস্ট করছেন আবার কখনও বা কী ভাবে হাত পরিষ্কার রাখতে হবে, সে বিষয়ে টিপস দিচ্ছেন ভক্তদের।

শনিবার (২১ মার্চ) তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে একটি বিরাটের সঙ্গে নিজের একটি ছবি পোস্ট করেছেন আনুষ্কা। আনুষ্কার নো মেকআপ লুক, আর বিরাটের ‘ফানি ফেস’-এর ওই সেলফির ক্যাপশন দেখেই আঁচ করা যায়, হঠাৎ পাওয়া এই অবসরে দু’জনেই মজেছেন প্রেমে।
আনুষ্কা লিখেছেন, ‘এই সেল্ফ আইসোলেশনই আমাদের বিভিন্ন ভাবে নিজেদের ভালবাসতে সাহায্য করছে।’

আর তাতেই বিরুষ্কার অত্যুৎসাহী বিরাট ফ্যানকুল গন্ধ খুঁজছে ‘সুখবর’-এর। একজন লিখেছেন, ‘খুব তাড়াতাড়ি যেন সুখবর শুনতে পাই’। সে ব্যক্তির কথাকে সমর্থন করে বেশ কয়েকজনের মন্তব্য, ‘এই রকমটাই তো বলতে চেয়েছিলাম।’

যদিও তারকা দম্পতি এই প্রতিকূল পরিস্থিতিতে এ রকম মজার ছবি পোস্ট করে গোটা বিষয়টিকে ‘হালকা’ করে দেখছেন বলেও অসন্তোষ প্রকাশ করেছেন অনেকে।

বিতর্ক থাকুক, আপাতত এটাই সত্যি যে করোনা নিয়ে যাবতীয় সাবধানতা অবলম্বন করেই বিরাট-আনুষ্কা মজেছেন প্রেমে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ