Inqilab Logo

সোমবার, ২৪ জুন ২০২৪, ১০ আষাঢ় ১৪৩১, ১৭ যিলহজ ১৪৪৫ হিজরী

সামরিক শাসনের ডাক দিয়ে মুভ অন পাকিস্তানের পোস্টার

প্রকাশের সময় : ১৪ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের স্বল্পপরিচিত একটি রাজনৈতিক দল রাতারাতি দেশটির ১৩টি শহরজুড়ে সামরিক অভ্যুথানের ডাক দিয়ে রহস্যময় মুভ অন পাকিস্তান নামের একটি রাজনৈতিক দল পোস্টার টানিয়েছে। এই পোস্টারে পাকিস্তানের সেনাবাহিনী প্রধান জেনারেল রাহিল শরিফের ছবি ও তার উদ্দেশে দেশজুড়ে সামরিক অভ্যুত্থানের ডাক দেয়ার তাগাদা দেয়া হয়েছে। লাহোর, করাচি, পেশোয়ার, কোয়েটা, রাওয়ালপিন্ডি, ফয়সালাবাদ, সার্গোদা ও হায়দ্রাবাদের এলাকার বিভিন্ন স্থানে প্রধান সড়কে পোস্টারটি দেখা গেছে। পোস্টারের বার্তায় উর্দুতে লেখা ছিল, এখন আর আলোচনা নয় বরং পদক্ষেপ নেয়ার সময় হয়েছে। সেনাপ্রধান রাহিল শরিফের আগামী জানুয়ারি মাসে মেয়াদ শেষে অবসরে যাওয়ার কথা রয়েছে। কিন্তু এই পোস্টারে সেনাপ্রধানকে অবসরে না যাওয়ার জন্যও অনুরোধ করা হয়। ডন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সামরিক শাসনের ডাক দিয়ে মুভ অন পাকিস্তানের পোস্টার
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ