Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কেরালা থেকে ২১ তরুণের আইএসে যোগদানের শংকা

প্রকাশের সময় : ১৪ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কেরালা থেকে গত দুই মাসে ২১ জন নারী-পুরুষ উধাও হয়েছেন বলে জানিয়েছেন সেখানকার মুখ্যমন্ত্রী পিন্নারি বিজয়ন। নিখোঁজরা জিহাদি সংগঠন ইসলামিক স্টেটে (আইএস) যোগ দিয়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। নিখোঁজ পুরুষদের প্রায় সবাই উচ্চশিক্ষিত এবং তাদের স্ত্রীরাও উচ্চশিক্ষিত ও পেশাদার। এমনকি বছর তিনেক আগেও এরা সবাই বিলাসবহুল জীবনে অভ্যস্ত ছিলেন। কেরালার মুখ্যমন্ত্রী পিন্নারি বিজয়ন বিধানসভায় জানিয়েছেন, এই নিখোঁজ ব্যক্তিদের পরিবার ইতোমধ্যেই সরকারের সঙ্গে যোগাযোগ করেছে। এরা সিরিয়া বা আফগানিস্তানের জঙ্গিশিবিরে পৌঁছে গেছে বলে ধারণা করা হচ্ছে। নিখোঁজ ব্যক্তিদের অন্তর্ধান রহস্য খতিয়ে দেখতে একটি বিশেষ তদন্তকারী দলও গঠন করা হয়েছে। কেরালার পুলিশ-প্রধান লোকনাথ বেহেড়া জানিয়েছেন তারা এই মুহূর্তে কোথায় তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। আইন প্রয়োগকারী সংস্থাগুলো তদন্ত শুরু করলেও তাদের ব্যাপারে এখনও নিশ্চিত কোনও খবর মেলেনি। নিখোঁজ ব্যক্তিদের পরিবারগুলো জানিয়েছে, এদের অনেকেই সালাফি ভাবধারায় আকৃষ্ট ছিলেন। কেরালায় কাসারগোড জেলা থেকে ১৭ জন এবং পালাক্কাড থেকে চারজন; এই ২১ জন গত চার-পাঁচ সপ্তাহের ভেতর রাতারাতি উধাও হয়ে গেছেন। তারা প্রায় সবাই বেশ ধনী ও সম্পন্ন পরিবারের। নিখোঁজ পুরুষদের প্রায় সবাই উচ্চশিক্ষিত, তাদের স্ত্রীরাও শিক্ষিত, পেশাদারÑ এমনকি বছর তিনেক আগেও এরা সবাই বিলাসবহুল জীবনযাপনে অভ্যস্ত ছিলেন। তাদের পরিবার বলছে আচমকাই তারা সব ছেড়ে প্রকৃত ইসলামি ধারায় জীবনযাপনের কথা বলতে শুরু করেন। পাদান্না এলাকার পারামবান আবদুর রহমানের দুই ছেলে। দুই ভাইয়ের দুই গর্ভবতী স্ত্রী, বড় ছেলের দু’বছর বয়সী সন্তান; সবাই উধাও হয়ে গেছেন। এমনকি একজনের স্ত্রীর ভাগিনা আশতাকও বৌ-বাচ্চা নিয়ে নিখোঁজ। দুইদিন আগে বৃদ্ধ আবদুর রহমান তাদের কাছ থেকে হোয়াটসঅ্যাপে একটা মেসেজ পেয়েছেন। এতে লেখা আছে, আমরা সবাই একসঙ্গেই আছি, চিন্তার কিছু নেই। কিন্তু তার আশঙ্কা এরা আটজন সবাই মিলে গিয়ে হয়তো আইএসের পাল্লায় পড়েছে। বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কেরালা থেকে ২১ তরুণের আইএসে যোগদানের শংকা
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ