মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : টাইফুনের প্রভাবে সৃষ্ট বন্যায় জাপানে অন্তত ২ জনের মৃত্যু হয়েছে এবং বেশ কয়েকজন নিখোঁজ রয়েছে বলে জানিয়েছে সে দেশের সংবাদ মাধ্যমগুলো। পূর্ব জাপানের বন্যাকবলিত এলাকা থেকে এরই মধ্যে ১০ হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। বন্যায় ওই শহরের নিম্নাঞ্চল পানিতে তলিয়ে গেছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো স্থানীয় টেলিভিশনের বরাত দিয়ে জানায়, বন্যাকবলিত জাসু এলাকা থেকে সেনাবাহিনীর উদ্ধারকারী দল ১২ বাসিন্দাকে উদ্ধার করেছে। এটি টোকিও শহর থেকে ৩৭ মাইল উত্তর-পূর্বের অবস্থিত। এ শহরে প্রায় ৬৫ হাজার মানুষ বসবাস করে। কিনিগাওয়া নদীর তীর উপচে পানি শহরে প্রবেশ করা এ অবস্থার সৃষ্টি হয়েছে। ফলে ওই শহরের নিচু জায়গাগুলো পুরোপুরি তলিয়ে গেছে। অনেক মানুষ বাড়ির ছাদ, গাড়ির উপরসহ বিভিন্ন উঁচু জায়গায় আশ্রয় নিয়েছে। সেদেশের পরিবহন মন্ত্রী জানিয়েছেন, আকম্মিক বন্যায় ৬ হাজার ৯০০ পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। এনএইচকে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।