Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সখিপুরে বাল্য বিয়ের দায়ে মেয়ের বাবাকে অর্থদণ্ড

সখিপুর(টাঙ্গাইল)উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২১ মার্চ, ২০২০, ৭:৩২ পিএম

টাঙ্গাইলের সখিপুরে বাল্যবিয়ের অপরাধে মেয়ের বাবা আবুল কালামকে ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার দুপুরে আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমাউল হুসনা লিজা এ দণ্ডাদেশ দেন।

জানা যায়, শনিবার সখিপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডে এসডিএস মোড় এলাকায় মেয়ের বাড়িতে গোপনে বাল্য বিয়ের প্রস্তুতি চলছিলো। সংবাদ পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমাউল হুসনা লিজা পুলিশ নিয়ে ওই বাড়িতে অভিযান চালিয়ে মেয়ের বাবা ও মাকে ধরে আনেন। পরে ভ্রাম্যমান আদালত বসিয়ে মেয়ের বাবাকে জরিমানা করা হয়।

আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমাউল হুসনা লিজা বলেন, অপ্রাপ্ত মেয়েকে বিয়ে দেওয়ায় বাবাকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বাল্য বিয়ে


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ