Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খালিয়াজুরীতে ওসির হস্তক্ষেপে বাল্য বিয়ে বন্ধ

নেত্রকোনা জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৮ জুলাই, ২০১৯, ৯:০২ পিএম

নেত্রকোনা জেলার খালিয়াজুরী থানার ওসির হস্তক্ষেপে বাল্য বিয়ের হাত থেকে রক্ষা পেয়েছে অপ্রাপ্ত বয়স্ক বিয়ের পাত্র-পাত্রী।

খালিয়াজুরী থানার অফিসার ইনচার্জ এ টি এম মাহমুদুল হক জানান, খালিয়াজুরী উপজেলা সদরের শ্মশানখলা পাড়ার বাসিন্দা খালিয়াজুরী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির এক ছাত্রীর (১২) সাথে খালিয়াজুরী সদরের মোল্লা মালেক সিটি’র সরল মিয়ার ছেলে সোহেল মিয়া (১৯) বিয়ে ঠিক করা হয়। বিষয়টি জানার পর আমি উভয় পরিবারের লোকজনকে ৭ জুলাই রাত ১১ টার দিকে থানায় আসতে বলি। পরে তাদেরকে বাল্য বিবাহের কুফল এবং দেশের প্রচলিত আইনে বাল্য বিবাহ নিষিদ্ধ বুঝিয়ে শুনিয়ে বাল্য বিবাহ বন্ধ এবং প্রাপ্ত বয়স না হওয়া পর্যন্ত তাদের বিয়ে দেয়া হবে না বলে মুচলেকাও আদায় করি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: খালিয়াজুরীতে ওসির হস্তক্ষেপে বাল্য বিয়ে বন্ধ
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ