Inqilab Logo

রোববার, ১৬ জুন ২০২৪, ০২ আষাঢ় ১৪৩১, ০৯ যিলহজ ১৪৪৫ হিজরী

লাঙ্গলবন্দ স্নানোৎসব বন্ধ ঘোষণা

নারায়ণগঞ্জ থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২১ মার্চ, ২০২০, ১:৫২ পিএম

করোনাভাইরাস আতঙ্কে নারায়ণগঞ্জ বন্দরে হিন্দু ধর্মাবলম্বীদের লাঙ্গলবন্দ মহাষ্টমী স্নানোৎসব বন্ধ ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন। আগামী ৩১ মার্চ ও ১ এপ্রিল স্নানোৎসব অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। প্রতি বছর এ স্নানে দেশ-বিদেশের লাখ লাখ পূণ্যার্থী হাজির হন।
নারায়ণগঞ্জ জেলা প্রশাসক জসিমউদ্দিন জানান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশনায় জনসমাগমে নিষেধাজ্ঞা রয়েছে। সে কারণেই লাঙ্গলবন্দ স্নানোৎসব বন্ধ রাখা হয়েছে।
তিথি অনুযায়ী, বন্দর উপজেলার মুছাপুর ইউনিয়নের লাঙ্গলবন্দ এলাকায় ব্রহ্মপুত্র নদে ৩১ মার্চ বিকেল ৫টা থেকে শুরু হয়ে পরদিন ১ এপ্রিল রাত ১০টা পর্যন্ত স্নানের কথা ছিল।
ভক্তদের বিশ্বাস মতে তিথির নির্দিষ্ট সময়ে ব্রহ্মপুত্র নদে স্নান খুবই পুণ্যের। এ স্নানে ব্রহ্মার সন্তুষ্টি লাভ করে পাপমোচন হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ