Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বলিউডে করোনা: ছবি এঁকে সময় কাটছে সালমান ও নুসরাতের

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২১ মার্চ, ২০২০, ১:২১ পিএম | আপডেট : ১:২৯ পিএম, ২১ মার্চ, ২০২০

বিশ্ব জুড়ে করোনা আতঙ্কে এখন প্রায় সকলেই গৃহবন্দি। এ অবস্থায় সময় কাটানো যায় কিভাবে? তাই এই ফাঁকা সময়টাকে যে যার নিজের মত করে কাটাচ্ছেন। গৃহবন্দি এই সময়টাকে ছবি এঁকে কাটাতেই পছন্দ করছেন বলিউড তারকা সালমান খান ও টলিউড অভিনেত্রী নুসরত জাহান।

নিজের ফাঁকা সময়টাতে ছবি এঁকে সময় কাটাচ্ছেন সালমান। নিজের ইনস্টাগ্রামে পেনসিল ও কালো প্যাস্টেল রং দিয়ে ছবি আঁকতে দেখা গিয়েছে ভাইজানকে। খাতা পেনসিল আর প্যাস্টেল নিয়ে সাদাকালোতে দিব্যি ছবি একে ফেলতে দেখা যাচ্ছে সাল্লুকে।

এদিকে একই পদক্ষেপ নিয়েছেন সাংসদ, অভিনেত্রী, তথা চিত্রশিল্পী নুসরত। সাদা ক্যানভাসে, নীল-কালো ও সাদা রঙের খেলায় সুন্দর একটি চিত্র এঁকে ফেলতে দেখা যাচ্ছে নুসরতকে। গৃহবন্দি অবস্থায় এই সময়টাকে ভালোভাবে, ইতিবাচক ভাবে কাজে লাগাতেই নিজের এই শিল্পীসত্ত্বাকে বেছে নিয়েছেন অভিনেত্রী। নিজের টুইটার হ্য়ান্ডেলে এটি পোস্ট করে নুসরত লিখেছেন, 'Stay Home - Be Positive'

প্রসঙ্গত, অভিনয়ের পাশাপাশি সালমান যে ছবি আঁকতেও পারেন, সেটা হয়ত এতদিনে অনেকেই জানেন। এর আগে সালমানের ছবি বিক্রিও হয়েছে অনেক টাকায়, যে টাকা সাল্লু দুর্গতদের সাহায্যে কাজে লাগিয়েছেন। তবে সাংসদ অভিনেত্রী নুসরত জাহানের এই প্রতিভার কথা হয়ত অনেকেরই অজানা ছিল।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ