Inqilab Logo

সোমবার ২৩ সেপ্টেম্বর ২০২৪, ০৮ আশ্বিন ১৪৩১, ১৯ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

দিয়াবাড়িতে কোয়ারেন্টিন সেন্টার বাতিল

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২১ মার্চ, ২০২০, ১১:২৯ এএম | আপডেট : ১১:৫৮ এএম, ২১ মার্চ, ২০২০

অবশেষে দিয়াবাড়ির কোয়ারেন্টিন সেন্টারের কার্যক্রম বাতিল করা হয়েছে। গতকাল শুক্রবার রাতে কোয়ারেন্টিন সেন্টার থেকে মালপত্র সরিয়ে নিয়েছে সেনাবাহিনী।

এ বিষয়ে আইএসপিআরের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ ইবনে জায়েদ জানান, কিছু জটিলতার কারণে দিয়া বাড়ির কোয়ারেন্টিন সেন্টারের কার্যক্রম বাতিল করা হয়েছে। এখন সেই সেন্টারটি কোথায় পরিচালনা করা হবে সেই সিদ্ধান্ত পরে জানানো হবে।

গত বৃহস্পতিবার আইএসপিআর জানায়, বিশ্বব্যাপী মহামারি আকারে ছড়িয়ে পড়া করোনা ভাইরাসের বাংলাদেশে সংক্রমণ ও বিস্তৃতির সম্ভাব্যতা এবং প্রেক্ষাপট বিবেচনায় বাংলাদেশ সরকারের সিদ্ধান্ত অনুযায়ী সেনাবাহিনী দু’টি কোয়ারেন্টিন সেন্টার পরিচালনা করবে। বিজ্ঞপ্তিতে বলা হয়, আশকোনা ও উত্তরা দিয়াবাড়ি কোয়ারেন্টিন সেন্টারে দু’টি নিয়ন্ত্রণ কেন্দ্র স্থাপন করা হয়েছে।



 

Show all comments
  • মোঃ সাজ্জাদুর রহমান ২১ মার্চ, ২০২০, ১১:৫৬ এএম says : 0
    হাতিরঝিলের বিজিএমইএ ভবনকে ব্যবহার করা হোক।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ