Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পিরোজপুরে করোনা লক্ষণ নিয়ে হাসপাতালের আইসোলেসনে একজন

পিরোজপুর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২০ মার্চ, ২০২০, ১২:০০ পিএম

পিরোজপুর জেলা হাসপাতালে করোনা ভাইরাসের আক্রান্ত সন্দেহে এক ব্যক্তিকে আইসোলেসন ইউনিটে ভর্তি করা হয়েছে। আজ শুক্রবার রাত ৩ টার দিকে পিরোজপুর জেলা হাসপাতালের আইসোলেসন ইউনিটে ভর্তি করা হয় বলে জানান পিরোজপুর জেলা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মো: নিজাম উদ্দিন। 

আইসোলেসন ইউনিটে ভর্তি মো: তাহের ইসলাম (৩০) পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলা তুষখালী ইউনিয়নের ছোট মাছুয়া গ্রামের মো: মনিরুল ইসলাম মানিক এর পুত্র। তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের একজন চিকিৎসকের ব্যক্তিগত গাড়ী চালক।

পিরোজপুর জেলা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মো: নিজাম উদ্দিন জানান, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের একজন চিকিৎসকের ব্যক্তিগত গাড়ী চালক গতকাল বৃহস্পতিবার রাতে ঢাকা থেকে মঠবাড়িয়ায় তার বাড়ির উদ্যোশে রওনা দিয়ে যাচ্ছিল। এ সময় ভান্ডারিয়ার চরখালী এলাকায় প্রবাসী সন্ধেহে পুলিশ তাকে আটক করে পিরোজপুর জেলা হাসপাতালে নিয়ে আসে। রাত ১ টার দিকে হাসপাতালের ঐ রোগীকে নিয়ে আসলে করোনা ভাইরাসের আক্রান্ত রোগীদের প্রাথমিক লক্ষণ সমূহ তার শরীরে অনুভব করছে বলে তিনি হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. সাকিল সরোয়ারকে জানান। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে চিকিৎসা প্রদান করে প্রথমে হোম কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দেন।

আবাসিক মেডিকেল অফিসার ডা. মো: নিজাম উদ্দিন আরো জানান, রাত ৩ টা বেজে যাওয়ার কারণে ঐ রোগীকে অন্য কোন স্থানে না যেতে দেওয়ায় আইসোলেসন ইউনিটে যথাযথ নিয়ম অনুযায়ী তাকে আইসোলেসন ইউনিটে ভর্তি করা হয় এবং সেখানেই তার চিকিৎসা চলছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ