মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
করোনাভাইরাস মহামারীর কারণে বিপুল লোকসান দিতে শুরু করেছে জনপ্রিয় মার্কিন সাময়িকী প্লেবয়। সাময়িকীটি জানিয়েছে, ভাইরাসের কারণে তাদের সরবরাহের ধারা বিঘ্নিত হয়েছে। প্রতিদিন কমছে বিক্রি। এমতাবস্থায় প্রকাশকরা, ম্যাগাজিনটির একটি নিয়মিত প্রিন্ট সংস্করণ প্রকাশ না করার সিদ্ধান্ত নিয়েছে।
খবরে বলা হয়, ৬৬ বছর ধরে ছাপা হয়ে আসছে প্লেবয়। এর মাঝে এক সময় মাসে সাময়িকীটির ৭০ লাখ কপি বিক্রির ঘটনাও রয়েছে। তবে করোনার আগ্রাসনে ভুগছে সারা পৃথিবী। তার প্রভাব পড়েছে সাময়িকীটির উপরেও। তবে সাময়িকীটি কেবল ভাইরাসেই ভুক্তোভোগী নয়। ইন্টারনেটে পর্নোগ্রাফির সহজলভ্যতা এর বিক্রিতে আগ থেকেই প্রভাব ফেলেছে। সাম্প্রতিক বছরগুলোতে সাময়িকীটি বছরে চারবার প্রকাশ করা হতো। প্রকাশকরা জানিয়েছেন, তারা প্লেবয়ের ডিজিটাল সংস্করণ চালুর কথা ভাবছেন। সূত্র : দ্য গার্ডিয়ান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।