Inqilab Logo

সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

কুয়াকাটায় পর্যটকদের চলাচলে নিষেধাজ্ঞা

এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া (পটুয়াখালী) থেকে | প্রকাশের সময় : ২০ মার্চ, ২০২০, ১২:০২ এএম

পর্যটন কেন্দ্র কুয়াকাটায় করোনাভাইরাস থেকে সাবধান থাকার জন্য পর্যটকদের চলাফেরা নিষিদ্ধ করেছেন কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ জোন। গত বুধবার বিকাল ৪ টায় দেশের পরিস্থতির কারণে এসব ঘোষণা দেন অতিরিক্ত পুলিশ সুপার মো. জহিরুল ইসলাম। ঘোষণার পরপরই বিচের থাকা সকল পর্যটকদের বিচ থেকে সরিয়ে নেয়া হয়েছে।
সৈকত ঘুরে দেখা যায়, সৈকতে থাকা পর্যটকদের মাইকিং করে সরিয়ে নিচ্ছেন ট্যুরিস্ট পুলিশ এবং ছাতা চেয়ারের লোকজন ছোট ছোট দোকানগুলো বন্ধ করে দেয়া হয়েছে। কুয়াকাটা সি ট্যুর এন্ড ট্রাভেলসের পরিচালক জনি আলমগীর জানান, বিকাল পাচটায় ট্যুরিস্ট পুলিশের নির্দেশে আমাদের অফিস বন্ধ এবং মাইক দিয়ে তারা ঘোষণা দিয়ে সরিয়ে দিয়েছেন পর্যটকদের।
ট্যুরিস্ট পুলিশ সুত্রে জানা যায়, দেশের করোনা ভাইরাসের পরিস্থতির কারণে ওপরে নির্দেশে এ পদক্ষেপ নেয়া হয়েছে। পরিস্থতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এ নিয়মে চলতে হবে আমাদের সকলের।
কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মুনিবুর রহমান জানান, সরকারি নিষেধাজ্ঞা অনুযায়ী কুয়াকাটায় সকল হোটেল-মোটেল পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত আপাতত বন্ধ থাকবে এবং সকল ইউনিয়ন চেয়ারম্যানদের মাইকিং করে সভা-সমাবেশ ও গন জমায়েত না হওয়ার নির্দেশনা দেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পর্যটক


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ