বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
গাজীপুরের কাপাসিয়ায় করোনা ভাইরাস আতংকে ১৯ মার্চ, বৃহস্পতিবার দুপুরে এক বিয়ের অনুষ্ঠান এবং বিয়ের বরযাত্রা বন্ধ করে দিলেন কাপাসিয়ার ইউএনও।
জানাযায়, উপজেলার তরগাঁও ইউনিয়নের সরসপুর গ্রামের শাহাবউদ্দিনের ছেলে ইমনের বিয়ের জন্যে গাঁয়ে হলুদের আলোকসজ্জার কাজ চলতেছিল। ওই সময় পাশেই ইতালি ফেরত এক পরিবারকে হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশ ও সচেতনা করতে যান প্রশাসন। বিয়ের খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার মোসা: ইসমত আরা ওই বাড়িতে হানা দেন এবং বিয়ের সকল প্রকার আনুষ্ঠানিকতা বন্ধের নির্দেশ দেন। কিছুক্ষণ পর কাপাসিয়া-কিশোরগঞ্জ সড়ক পথে মিয়াবাজার এলাকায় আরেকটি বরযাত্রীবাহী গাড়িবহর থামিয়ে দেন তিনি । এ সময় শুধু বরবাহী প্রাইভেটকারটি যাওয়ার সুযোগ দেন। জানাযায়, টঙ্গী থেকে ৫টি গাড়িযোগে বরযাত্রীবহর কিশোরগঞ্জের পাকুন্দিয়া যাচ্ছিলেন। উপজেলা নির্বাহি অফিসার জানান, মানুষের জীবন আগে। তাই যে কোন প্রকার অনুষ্ঠান ও সমাবেশে বিধি নিষেধ আরোপ এবং প্রয়োজনে সিমীত করতে বলা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।