Inqilab Logo

বুধবার, ০৫ জুন ২০২৪, ২২ জ্যৈষ্ঠ ১৪৩১, ২৭ জিলক্বদ ১৪৪৫ হিজরী

সাভার থেকে পালালো হোম কোয়ারেন্টাইনে থাকা নারী

সাভার থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৯ মার্চ, ২০২০, ৭:৪৬ পিএম

ঢাকার সাভারে ভারত ফেরত প্রবাসী নারী মধুমালা (৩৫) হোম কোয়ারেন্টাইন থেকে পালিয়েছে।
বৃহস্পতিবার বিকেলে বিষয়টি নিশ্চিত করছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মাহফুজ।
তিনি জনান, গত ১৫ মার্চ)ভারত থেকে সাভারের ব্যংক কলোনীর ভাড়া বাড়িতে আসেন মধুমালা। সম্প্রতি করোনা সংক্রমণ রোধে বিদেশ ফেরত সকল প্রবাসীতে ১৪দিনের জন্য হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দিয়েছে সরকার। কিন্তু মধুমালা হোম কোয়ারেন্টাইনে না থেকে সাধারণ ভাবে চলাফেরা করছিলো।
তিনি আরও বলেন, গোপন খবরের ভিত্তিতে আমারা তার বাড়িতে গেলে সে আমাদের আসার খবর পেয়ে তার মেয়ে সিন্থিয়া আক্তার বাঁধনকে (১০) রেখে পালিয়ে যায়। পরে তার বাড়ির লোকজনদের মধুমালা ও তার মেয়ে সিন্থিয়ার থেকে দুরে থাকতে বলা হয়েছে। এবং অন্তত ১৪ দিন ঘর বন্দী অবস্থায় থাকতে বলা হয়েছে। পরবর্তীতে নির্দেশ অমান্য করলে তার বিরুদ্ধে আইননানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ