নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
বিশেষ সংবাদদাতা : সদ্য সমাপ্ত ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগের পারফরমেন্সকে গুরুত্ব দিয়ে ২৪ সদস্যের হাই পারফরমেন্স স্কোয়াড ঘোষিত হয়েছে। অথচ, সিসিএস’র ওপেনিং পার্টনার সাইফ হাসান যেখানে ৩৬৬ রান করে নির্বাচকদের বিবেচনায়, সেখানে ৩৯৯ রান করেও সাইফের ওপেনিং পার্টনার সালমান হোসেন হননি হাই পারফরমেন্স স্কোয়াডে বিবেচ্য। প্রাইম ব্যাংকের বিপক্ষে সেঞ্চুরি ছাড়াও সিসিএস’র পেটে-ভাতের ওপেনার সালমান করেছেন তিন তিনটি ফিফটি। মিডিয়াম পেস বোলিংয়ে ৭টি উইকেটও আছে তার ঝুলিতে। সর্বশেষ জাতীয় লীগে বরিশালকে প্রথম স্তরে উন্নীত করার পেছনে ৫ ম্যাচে ৩৪৮ রান করা এই ওপেনারকে শেষ পর্যন্ত হাই পারফরমেন্স স্কোয়াডে যুক্ত করেছে মিনহাজুল আবেদিন নান্নুর নেতৃত্বাধীন নির্বাচক কমিটি। সালমানকে এইচপি স্কোয়াডে যুক্ত করার পেছনে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু একটি অনলাইনকে দেয়া সাক্ষাতকারে বলেছেনÑ‘ আমরা সালমানকে প্রথমেই রেখেছিলাম। পরে দল ২৪ জন করতে হওয়ায় ওকে বাইরে রাখা হয়। এখন তিন-চারজনের চোট সমস্যার কথা জানতে পেরেছি আমরা। এ জন্যই আবার ওকে রেখেছি। অন্যদের মতো এই ছেলেটাও যথেষ্ট সম্ভাবনাময়।’ আগামী ১৭ জুলাই থেকে শুরু হবে এইচপি’র ক্যাম্পÑ২১ বছর বয়সী সালমানকে নিয়ে ক্যাম্পে খেলোয়াড় সংখ্যা উন্নীত হলো এখন ২৫ এ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।