Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কেরানীগঞ্জে কোচিং সেন্টারে ভ্রাম্যমান আদালতের অভিযান, দুই শিক্ষকের কারাদন্ড

কেরানীগঞ্জ (ঢাকা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৯ মার্চ, ২০২০, ৬:৩২ পিএম

ঢাকার কেরানীগঞ্জে করোনা ভাইরাস প্রতিরোধে দুইটি কোচিং সেন্টারে ভ্রম্যমান আদালত অভিযান চালিয়েছে। এসময় কোচিং সেন্টার দুইটি বন্ধ করে দেয়া হয়েছে এবং কোচিং সেন্টারের দুই শিক্ষককে ৭েিদনের কারাদন্ড প্রদান করা হয়েছে। কারাদন্ডপ্রাপ্তরা হলেন শিক্ষক তৌহিদুর রহমান মৃদুল(১৯) ও শওকত হোসেন(২৯)। আজ বৃহস্পতিবার(১৯মার্চ) সকালে আটি বাজারের নয়াবাজর এলাকায় কেরানীগঞ্জ রাজস্ব সার্কেল সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুল হাসান সোহেলের নেতৃত্বে এই অভিযান চালানো হয়।
কেরানীগঞ্জ রাজস্ব সার্কেল সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুল হাসান সোহেল জানান, করোনাভাইরাস প্রতিরোধে সরকার দেশের সকল স্কুল,কলেজ ও কোচিং সেন্টার বন্ধ রেখেছেন। সরকারী নির্দেশনা অমান্য করে আটি বাজারের নয়াবজার এলাকায় দন্ডপ্রাপ্তরা কোচিং সেন্টার খোলা রেখেছে এবং অনেক ছাত্র-ছাত্রীর সমাগম ঘটিয়েছেন। তাই দেশের প্রচলিত আইনে দুই শিক্ষকের ৭দিনের কারাদন্ড ও তাদের কোচিং সেন্টার বন্ধ করে দেয়ার আদেশ প্রদান করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ