Inqilab Logo

বুধবার ০৬ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১, ০৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রে শ্রমিকদের নির্দিষ্ট স্থানে থাকার নির্দেশ কর্তৃপক্ষের

কলাপাড়া (পটুয়াখালী) সংবাদদাতা | প্রকাশের সময় : ১৯ মার্চ, ২০২০, ৪:১৫ পিএম

কলাপাড়া পায়রাতাপবিদ্যুৎ কেন্দ্রে করোনা ভাইরাসে সতর্কতামূলক শ্রমিকদেরকে নির্দিষ্ট স্থানে থাকার নির্দেশ দিয়েছে সংশ্লিষ্ট কর্মকর্তারা। দেশে ইতিমধ্যে ভাইরাসজনিত কারনে ১জনের মৃত্যু হয়েছে এই খবর পাওয়ার সাথে সাথে জারুরি ভিত্তিতে সার্বিক পরিস্থিতি বিবেচনা করে সকল ম্যানপাওয়ার প্রতিষ্ঠানের ম্যানেজার ও সুপারভাইজারদের নিয়ে মিটিং করে ম্যানপাওয়ার কোম্পানীগুলো।

এই ব্যাপারে ম্যানপাওয়ার কোম্পানির ম্যানেজার জুয়েল, রনি ও দিপুর সাক্ষাৎকার নেওয়া হলে তারা বলেন, কোম্পানী থেকে শ্রমিকদেরকে সর্বপ্রকার সহযোগীতা দেওয়া হয়ে থাকে, যেমন: স্বাস্থ্য সুরক্ষার জন্য তাদেরকে মার্কস ও রুম স্প্রে দেয়া হয়েছে।

অফিস ম্যানেজমেন্ট এর দোভাষী তুষার আল-মামুন ও আরিফুল ইসলামের কাছে জানতে চাওয়া হলে তারা বলেন, শ্রমিকদের সু-স্বাস্থ্য নিরাপত্তার জন্য চাইনিজ কোম্পানি সর্বদা তদারকি করছেন। সকল ম্যান পাওয়ার কোম্পানিগুলোকে শ্রমিকদের চিকিৎসা নিশ্চিত করার পাশাপাশি, থাকার জায়গা গুলো পরিস্কার-পরিচ্ছন্ন রাখার নির্দেশ দিয়েছেন এবং স্বাাস্থ্য অধিদপ্তর কতৃক প্রকাশিত নির্দেশনা মেনে চলার জন্য সকল শ্রমিকদের নির্দেশ দিয়েছেন। কর্মস্থলে যাওয়ার আগে এবং পরে শারিরীক পরিক্ষাও করা হচ্ছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ