Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হোম কোয়ারেন্টাইনে সৃজিত-প্রসেনজিৎ

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৯ মার্চ, ২০২০, ৩:১৮ পিএম

দেশে ফেরা মাত্রই কোয়ারেন্টাইনে যেতে হল পরিচালক সৃজিত মুখোপাধ্যায় ও প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে। সরকারি নির্দেশিকা মেনে বৃহস্পতিবার সকলেই কলকাতায় ফিরেছেন। তাদের দুজনকেই আগামী ১৪ দিনের জন্য গৃহবন্দিই থাকতে হচ্ছে।

বৃহস্পতিবার (১৯ মার্চ) সকলেই কলকাতা বিমানবন্দরে নেমেছেন প্রসেনজিৎ ও সৃজিত। আফ্রিকা থেকে দুবাই হয়ে কলকাতায় ফিরতে হয়েছে তাদের। বিমানবন্দরে মাস্ক পরেই নামতে দেখা যায় তাদের। সাংবাদিকদের সঙ্গে কথাও বলেন মাস্ক পরেই।

এদিকে বৃহস্পতিবার সকলে টুইট করে সৃজিত মুখোপাধ্যায় লেখেন, ‘হোম কোয়ারেন্টাইনে যাচ্ছি। এই মুহূর্তে দেশের পরিস্থিতি উদ্বেগজনক। একজন আক্রান্ত হলে গোটা সমাজে এটা ছড়িয়ে পড়তে পারে। ইতালিতে এটা ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি করেছে। যেখানে ইউরোপের চিকিৎসা ব্য়বস্থা উন্নত, তারপরেও ওখানে এই পরিস্থিতি। আমাদের কিছুদিন একসঙ্গে না থেকেই একযোগে এই পরিস্থিতির সঙ্গে লড়াই করতে হবে।’

পরিচালক সৃজিত মুখোপাধ্য়ায়ের এই সিদ্ধান্তে তাকে সমর্থন করেছেন তার ভক্তরা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ