Inqilab Logo

সোমবার ২৩ সেপ্টেম্বর ২০২৪, ০৮ আশ্বিন ১৪৩১, ১৯ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

ঠাকুরগাঁওয়ে কোয়ারেন্টাইন না মানায় বিদেশ প্রত্যাগত নারীকে অর্থদণ্ড

১৬ জনকে হোম কোয়ারান্টাইনে থাকার নির্দেশ

ঠাকুরগাঁও জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৯ মার্চ, ২০২০, ৩:১২ পিএম

করোনা ভাইরাস সংক্রান্ত সরকারি বিধিনিষেধ অমান্য করায় ঠাকুরগাঁওয়ে বিদেশ প্রত্যাগত এক নারীকে অর্থদন্ড প্রদান করেছেন উপজেলা নির্বাহী অফিসার ।

গতকাল বৃহস্পতিবার সকালে হোম কোয়ারেন্টাইনের তালিকায় থাকা সদর উপজেলা আকচা ইউনিয়নের ভারত প্রবাসী প্রত্যাগত ওই নারী সদর উপজেলা পরিষদ সংলগ্ন ভারতীয় ভিসা প্রসেসিং সেন্টারে অবস্থান করছেন। এমন তথ্য পেয়ে সরজমিনে খোঁজ নিয়ে তাকে আটক করা হয়। পরে উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন ভ্রাম্যমান আদালত বসিয়ে সেখানে ৫ হাজার টাকা জরিমানাসহ ১৪ দিনের হোম কোয়ারেন্টাইনে পাঠায় তাকে।

এর আগে গত বুধবার রাতে বিভিন্ন দেশ থেকে আগত ১৬ জনের নামের তালিকা প্রকাশ করে হোম কোয়ারান্টাইনে থাকার নির্দেশ দিয়েছে প্রশাসন। বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন। পরে উপজেলা নির্বাহী অফিসারের নিজস্ব ফেসবুকে একটি সতর্ক বার্তা পোস্ট করেন তিনি। তবে তারা এখনো এই ভাইরাসে আক্রান্ত না হলেও নিরাপত্তার স্বার্থে যারা গত এক সপ্তাহের ভিতরে জেলায় আগমন করেছে তাদেরকে হোম কোয়ারান্টাইনে থাকার নির্দেশ দিয়েছে প্রশাসন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন জানান,জরিমানাসহ হোম কোয়ারেন্টাইনের তালিকায় থাকা ওই নারীকে সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান শুব্রত কুমার বর্মনের হাতে তুলে দেয়া হয়েছে। তালিকায় থাকা প্রবাসীদের উপজেলা প্রশাসনের মাধ্যমে নজরদারিতে রাখা হয়েছে বলেও জানান তিনি।

এদিকে স্বাস্থ্য বিভাগের নির্দেশে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ৬ শয্যার একটি ওয়ার্ড প্রস্তুত রাখা হয়েছে। সেই সাথে প্রতিটি উপজেলার হাসপাতালে করা হয়েছে বিশেষ ওয়ার্ড।

উল্লেখ্য, ঠাকুরগাঁওয়ে হোম কোয়ারেন্টাইনের তালিকায় থাকা প্রত্যাগত প্রবাসীরা হলেন, ঠাকুরগাঁও সদর উপজেলা রোড রেল স্টেশনের ইতালি ফেরত মোহা: রাশেদ, একই এলাকার ইতালি ফেরত গুলবাহার, সদর উপজেলা রোড মথুরাপুরের জর্ডান ফেরত রিনা, পৌরশহরের কলেজ পাড়া এলাকার দক্ষিণ কোরিয়া ফেরত নয়ন রাম, সদর উপজেলার রুহিয়া থানার কুজিশহর গ্রামের দুবাই ফেরত মতিয়ার রহমান, সদরের আখানগর বলিতা পাড়া গ্রামের চীন ফেরত মোহা: তুহিন, ফাড়াবাড়ির দক্ষিণ বঠিনা গ্রামের ভারত ফেরত রেখা রাণী, দক্ষিণ ঠাকুরগাঁওয়ের ঢোলরহাট এলাকার ভারত ফেরত পরেশ চন্দ্র পাল, একই এলাকার সিঙ্গাপুর ফেরত মিঠুন আলী, সদরের বরগাঁও এলাকার সিঙ্গাপুর ফেরত সিরাজুল ইসলাম, সদরের মাটিগাড়া গ্রামের ৯ নং ওয়ার্ডের ভারত ফেরত সুবোধ চন্দ্র সেন, কচুবাড়ী এলাকার ৪নং ওয়ার্ডের দুবাই ফেরত রিপন আলী, লক্ষীপুর গোয়ালপাড়া গ্রামের সিঙ্গাপুর ফেরত নাজমুল হক, রায়পুর ইউনিয়নের ভারত ফেরত ইশাহাজ আলী, বচাপুকুর পুকুরপাড়া গ্রামের সৌদি ফেরত ফুলমনী হেমব্রম, বেগুনবাড়ী নয়া পাড়া গ্রামের রোমান ফেরত জাকেরুল ইসলাম।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ