Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কুড়িগ্রামে বিদেশ ফেরত ৫৪০ জন, হোম কোয়ারেন্টাইনে ৩৫ জন

কুড়িগ্রাম জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৯ মার্চ, ২০২০, ২:৪৫ পিএম

কুড়িগ্রামে বিদেশ ফেরত ৫৪০ জনের মধ্যে মাত্র ৩৫জন ব্যক্তি হোম কয়ারাইন্টানে রয়েছেন। বাকীরা ঘুড়ে বেড়াচ্ছেন হাটবাজারে। তাদেরকে হোম করাইন্টানে নিতে প্রচেষ্টা চালাচ্ছে প্রশাসন। জেলা পুলিশ সূত্রে জানা যায়, ৩ মার্চ থেকে ১২ মার্চ পর্যন্ত কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত সৌদি আরব,ইতালী,চীন,সিঙ্গাপুর,ভারতসহ বিভিন্ন দেশ থেকে আসা এসব বাংলাদেশী নাগরিক কুড়িগ্রামের ১১টি থানায় নিজ এলাকায় অবস্থান করছেন। এরমধ্যে কুড়িগ্রাম সদর থানায়-১০৭জন,নাগেশ্বরী-৫৬জন,কচাকাটা-২১জন,ভূরুঙ্গামারী-৫৫জন,ফুলবাড়ি-৬৬জন,রাজারহাট-৩৩জন,উলিপুর ৭৮জন,চিলমারী-৩৫জন,রৌমারী-৮২জন,রাজিবপুর-০৬জন, ঢুষমারা-০১জন।
সিভিল সার্জন ডা: হাবিবুর রহমান বলেন,কুড়িগ্রামে এখন পর্যন্ত কোভিড-১৯ ভাইরাসের অস্তিত্ব মেলেনি। তবে বিদেশ আসা যেসব নাগরিক কুড়িগ্রামে অবস্থান করছেন এদের মধ্যে ৪২জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। ইতোমধ্যে ১৪দিন পার হওয়ায় মধ্যে ০৭জনকে ছেড়ে দেয়া হয়েছে। বাকিদের বিষয়ে আমরা খোঁজখবর নেবার চেষ্টা করছি।
এই বিষয়ে পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান বলেন,ইমিগ্রেশন সুত্রে বিদেশ ফেরতদের একটি তালিকা পাওয়া গেছে। তিনি আরো জানান, পুলিশ বাড়ি-বাড়ি গিয়ে সচেতন করাসহ বিদেশ ফেরতদের হোম কোয়ারেন্টাইনে থাকার বাধ্য করা হচ্ছে। হোম কোয়ারেন্টাইন না মানার অভিযোগ পেলে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।
তবে বিভিন্ন থানা সুত্রে জানাযায়,তালিকা ধরে এসব বিদেশ ফেরতদের খুঁজে বের করা কঠিন। অনেকের ঠিকানা মিলছেনা। এরপরেও স্থানীয় জনপ্রতিনিধিসহ সচেতন মহলের সহযোগিতা নিয়ে খুঁজে বের করার চেষ্টা অব্যাহত রয়েছে।
এদিকে ভূরুঙ্গামারী উপজেলাসহ বিভিন্ন উপজেলার জনপ্রতিনিধিরা অভিযোগ করেন, বিদেশ ফেরত নাগরিকরা হোম কোয়ারেন্টাইনে না থেকে জনসম্মুখে হাট-বাজার সর্বস্তরে বিচরণ করায় সাধারণ মানুষের মাঝে চাপা ক্ষোভ ও আতংক বিরাজ করছে।



 

Show all comments
  • Md. Anamul Haque ১৯ মার্চ, ২০২০, ৭:৩৮ পিএম says : 0
    আল্লাহ আমাদের হেদায়েত দান করুক,,,,,
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ