বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
দেশে আরো তিনজন আক্রান্ত করোনাভাইরাস রোগী শনাক্ত করেছে আইইডিসিআর। এ নিয়ে দেশে মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ১৭ জন। নতুন সংক্রমিতদের মধ্য দুজন পুরুষ একজন নারী। যার বয়স ২২ বছর। পুরুষ একজন ৬৫ বছর অন্যজনের বয়স ৩২ বছর। তারা একই পরিবারের সদস্য। ইতালি ফেরত ব্যক্তির মাধ্যমে তারা আক্রান্ত হয়েছেন। নারী সদস্যের মৃদু লক্ষণ। তবে নতুন আক্রান্ত তিন জনের অন্য স্বাস্থ্যগত সমস্যা নেই।
স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক প্রফেসর ডা. আবুল কালাম আজাদ বৃহস্পতিবার (১৯ মার্চ) সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন। দুপুরে স্বাস্থ্য অধিদফতরের সম্মেলন কক্ষে করোনাভাইরাস সম্পর্কিত প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান তিনি।
ডা. আবুল কালাম আজাদ বলেন, ইতালিফেরত করোনা আক্রান্তের সংস্পর্শে থাকায় একই পরিবারের এই তিনজন আক্রান্ত হয়েছেন। মহাপরিচালক আরও জানান, আইসোলেশনে রয়েছেন ১৯ জন, প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে ৪৩ জন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।