বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
কোভিড-১৯ প্রতিরোধে সরকার ঘোষিত হোমকোয়ারেন্টাইন না মেনে যত্রতত্র চলাচল করায় বেগমগঞ্জ উপজেলার শরীফপুর গ্রামে আহছান উল্যাহ নামের এক ইতালি প্রবাসীকে অর্থদণ্ড করেছে ভ্রাম্যমান আদালত।
বুধবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে এ অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রোকনুজ্জামান খান।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, ইতালি প্রবাসী আহছান উল্যাহ সরকারি নির্দেশনা অমান্য করে হোমকোয়ারেন্টাইনে না থেকে সর্বসাধারণের জীবন ঝুঁকিতে ফেলে যেখানে সেখানে ঘুরে বেড়াচ্ছে। স্থানীয়রা তাকে নিষেধ করা সত্ত্বেও সে বাহিরে ঘুরা ফেরা করছে। এমন সংবাদের ভিত্তিতে রাতে অভিযান পরিচালনা করা হয়। এসময় তার বাড়ীর সামনে গিয়ে দেখা যায় সে পরিবারের লোকজনের সাথে রাস্তায় দাঁড়িয়ে আছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি জানান নিয়ম অনুযায়ী বিমান বন্দর থেকে তাকে হোমকোয়ারেন্টাইনে থাকতে বলা হয়েছে। কিন্তু তিনি বাড়ীতে এসে তা মেনে চলছেন না। সরকারি নিদের্শ না মানায় ও জনগনের স্বার্থে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ইতালি প্রবাসী আহছান উল্যাহকে ২’হাজার টাকা অর্থদ- করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রোকনুজ্জামান খান বিষয়টি নিশ্চিত করে জানান, জনস্বার্থে এ অভিযান অব্যহত থাকবে। সদ্য বিদেশ ফেরত প্রবাসীদের সরকারি নির্দেশনা মেনে হোমকোয়ারেন্টাইনে থাকার অনুরোধও করেন তিনি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।