Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আজ নতুন ডিসি রেজাউল করিমের যোগদান

কুড়িগ্রাম ছাড়লেন সুলতানা

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৯ মার্চ, ২০২০, ১২:০২ এএম

অবশেষে কুড়িগ্রাম ছেড়েছেন সদ্য প্রত্যাহার হওয়া জেলা প্রশাসক (ডিসি) সুলতানা পারভীন। আজ বৃহস্পতিবার নতুন জেলা প্রশাসক রেজাউল করিম নিজ কার্যালয়ে যোগদান করবেন বলে তিনি ইনকিলাবকে এ তথ্য নিশ্চিত করেছেন। গতকাল বুধবার দুপুরে তিনি কুড়িগ্রাম ছেড়ে চলে গেছেন বলে জানিয়েছেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জিলুফার ইয়াসমিন। তিনি বলেন, গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে সব কর্মকর্তা-কর্মচারী ডিসির সরকারি বাসভবনে উপস্থিত হয়ে সদ্য প্রত্যাহার হওয়া সুলতানা পারভীনকে বিদায় জানানো হয়।
এদিকে সাবেক জেলা প্রশাসকের ব্যবহৃত আসবাবপত্র ও অন্যান্য জিনিসপত্র এখনও নিয়ে যাওয়া হয়নি বলে জানিয়েছে ডাক বাংলোর (সিএ) গোপনীয় সহকারী রতন কুমার সাহা।
১৬ মার্চ মধ্যরাতে অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক হাফিজুর রহমানকে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব বুঝিয়ে দেন সুলতানা পারভীন। এ বিষয়ে জানতে চাইলে সংস্থাপন শাখার প্রশাসনিক কর্মকর্তা মো. নুরুজ্জামান বলেন, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক হাফিজুর রহমান, রংপুর বিভাগীয় কমিশনার কার্যালয়ে এক সভায় যোগ দেওয়ার জন্য গিয়েছেন। ২০১৮ সালের ৩ মার্চ সুলতানা পারভীন দায়িত্ব গ্রহণ করেন এবং গত ১৬ মার্চ ২০২০ তাকে প্রত্যাহার করা হয়। এর আগে ১৩ মার্চ বাংলা ট্রিবিউনের কুড়িগ্রাম প্রতিনিধি আরিফুল ইসলামের বাড়িতে মধ্যরাতে হানা দিয়ে তাকে তুলে ডিসি কার্যালয়ে নিয়ে নির্যাতন শেষে মাদক দিয়ে মোবাইল কোর্ট বসিয়ে এক বছরের কারাদন্ড দেওয়া হয়। ১৫ মার্চ আরিফ মুক্তি পান। এই ঘটনায় কুড়িগ্রামের ডিসি সুলতানা পারভীন, আরডিসি নাজিম উদ্দিন ও দুই সহকারী কমিশনারকে প্রত্যাহার করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ডিসি


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ