Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বান্দরবানে চীন ফেরত প্রবাসী সপরিবারে আইসোলেশন সেন্টারে ভর্তি

বান্দরবান থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৮ মার্চ, ২০২০, ৯:২৯ পিএম

বান্দরবানে চীন ফেরত প্রবাসীসহ তার পরিবারের ৫জন করোনা ভাইরাস আক্রান্ত সন্দেহে সদর হাসপাতালের আইসোলেশন সেন্টারে ভর্তি করা হয়েছে। বুধবার বিকালে পাড়াবাসীর চাপের মূখে তারা সদর হাসপাতালে আইসোলেশন সেন্টারে ভর্তি হয়। বিষয়টি নিশ্চিত করেন জেলা সিভিল সার্জন ডা: অং সুই প্রু মারমা। স্থানীয়রা জানান, মেয়েটি চীন থেকে গত ১৫মার্চ চীন থেকে বাংলাদেশে আসেন এবং নিজ বাড়ি বান্দরবান সদর উপজেলার কুহালং ইউনিয়ের গুংগুরুমূখ পাড়ায় যান। চীন থেকে মেয়েটি পাড়ায় ফিরে আসার বিষয়টি পাড়ার লোকজনের মধ্যে জানাজানি হলে প্রথমে তাকে পাড়ার বাহিরের রাখার জন্য স্থানীয়রা তার পরিবারকে চাপ দেন। কিন্তু স্থানীয়দের কথা উপেক্ষা করায় পাড়াবাসীর মধ্যে ক্ষোভ দেখা দেয়। পরে পাড়ার লোকজন জেলা প্রশাসনকে বিষয়টি অবগত করলে প্রশাসন মেয়েটিসহ তার মা, বাবা ও ভাই-বোন ৫জনকে সদর হাসপাতালে নিয়ে আসলে কতব্যরত ডাক্তাররা তাদের আইসোলেশন সেন্টারে ভর্তি করান।
এ বিষয়ে বান্দরবান সিভিল সার্জন ডাঃ অংসুই প্রু মারমা বলেন, মেয়েটি চায়না মেকাও শহর থেকে বান্দরবানের নিজের বাড়িতে আসে কিন্তু সে হোম কোয়ারেন্টাইনে না থাকায় পাড়ার লোকজন বিষয়টি জেলা প্রশাসনকে জানালে তাকে স্বপরিবারে হাসপাতালে নিয়ে আসে। বর্তমানে তারা আইসোলেশন সেন্টারে ভর্তি আছে। তবে তিনি জানান, মেয়েটি শরীরে এখনো পর্যন্ত কোন করোনা ভাইরাসের আলামত পাওয়া যায়নি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ