বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে পতেঙ্গা সৈকত ভ্রমণে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। বুধবার বিকেলে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার মোহাম্মদ মাহাবুবর রহমান দৈনিক ইনকিলাবকে বলেন, সংক্রমণ ঠেকাতে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। সৈকতে পুলিশ মোতায়েন করা হয়েছে।
সারা বিশ্বে মহামারী আকারে ছড়িয়ে পড়া করোনাভাইরাস থেকে দূরে থাকতে স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে জনগণকে ভিড় এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হলেও সৈকতে ভিড় লেগেই আছে। বিশেষ করে স্কুল কলেজ বন্ধ হওয়ার পর একশ্রেণীর অভিভাবক শিশুদের নিয়ে সৈকতে বেড়াতে যাচ্ছেন। আর এই কারণে সৈতক ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করা হয়।
চট্টগ্রামে এখন পর্যন্ত কোন সংক্রমণের খবর পাওয়া যায়নি। তবে বিদেশ ফেরত ৯১ জনকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।