Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কুড়িগ্রামে হোম কোয়ারেন্টাইনে ২৪ জন

কুড়িগ্রাম জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৮ মার্চ, ২০২০, ৩:৩৯ পিএম

কুড়িগ্রামে করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ২৪ জন হোম কোয়ারেন্টাইনে রয়েছেন।
এদের মধ্যে সৌদি আরব, দুবাই, কাতার, কুয়েত, সিঙ্গাপুর, যুক্তরাষ্ট্র ও ভারত থেকে ফিরেছেন ১৪ ও ইতালি ফেরত একজনসহ ঐ পরিবারের ১০ জন।
সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নজরুল ইসলাম জানান, গত ৪ মার্চ থেকে দেশে ফেরত ব্যক্তিদের হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এদের মধ্যে একজন যুক্তরাষ্ট্র থেকে আসা দক্ষিণ কোরিয়ার নাগরিকও রয়েছেন।

তিনি আরও জানান, সদর উপজেলায় সৌদি আরব থেকে আসা পাঁচ জন, কাতার থেকে একজন, দুবাই থেকে একজন, ভারত থেকে দুজন এবং ইতালি থেকে আসা একজনের সঙ্গে তার পরিবারের ১০ জন মোট ২০ জন হোম কোয়ারেন্টাইনে আছেন।

এছাড়া ফুলবাড়ী উপজেলায় সিঙ্গাপুর ফেরত একজন, চিলমারীতে কুয়েত ফেরত একজন, উলিপুরে যুক্তরাষ্ট্র ফেরত একজন দক্ষিণ কোরিয়ার নাগরিক এবং ভূরুঙ্গামারীতে সিঙ্গাপুর ফেরত একজন হোম কোয়ারেন্টাইনে রয়েছেন।

এ প্রসঙ্গে সিভিল সার্জন ডা. হাবিবুর রহমান জানান, হোম কোয়ারেন্টাইনে থাকা সবাই সুস্থ এবং স্বাভাবিক রয়েছেন। সংশ্লিষ্ট স্বাস্থ্যকর্মীরা তাদের সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছেন।

তিনি আরও জানান, করোনাভাইরাস মোকাবিলায় জেলার হাসপাতালগুলোতে আইসোলেশন ওয়ার্ড স্থাপন করে ৩১টি বেড প্রস্তুত রাখা হয়েছে। এরমধ্যে জেলা সদরের ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে ১০টি এবং ৮টি উপজেলা হাসপাতালে ২১টি বেড রয়েছে।



 

Show all comments
  • ১৮ মার্চ, ২০২০, ৪:৪৩ পিএম says : 0
    Bangladesh
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: হোম কোয়ারেন্টাইন

১ এপ্রিল, ২০২০

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ