গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
খুলনা ব্যুরো : নিখোঁজের তিন দিন পর খুলনার নর্দার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থী মো. ইমরান মোল্লা (২৭) লাশ উদ্ধার করা হয়েছে। ভৈরব নদে গোসল করতে গিয়ে নিখোঁজ হওয়ার তিন দিনের মাথায় ফায়ার সার্ভিসের ডুবুরী সদস্যরা তার লাশ উদ্ধার করে। নিখোঁজ হওয়া স্থান থেকে ২০০ গজ দূরে গতকাল মঙ্গলবার বিকাল সাড়ে ৫টার দিকে তার লাশ ভেসে ওঠে। খালিশপুর থানা পুলিশ মৃতদেহটি পরিবারের কাছে হস্তান্তর করেছেন।
উল্লেখ্য, গত রোববার সকাল ৯টার দিকে ইমরান তার একজন বন্ধুর সাথে মহানগরীর ৭নং ফুড ঘাটে গোসলে নামেন শেখপাড়া এলাকার বাসিন্দা আয়ুব মোল্লার ছেলে মো. ইমরান মোল্লা।
তিনি নদীতে নেমে গোসল শুরু করলে এ সময় তার বন্ধু মো. রফিকুল নদীর পাড়ে বসে মোবাইলের ইয়ারফোনে গান শুনছিলেন। কিছুক্ষণ পরে তিনি ইমরানকে দেখতে না পেয়ে স্বজনদের খবর দেন।
আগামী ২৯ জুলাই বাংলাদেশ কাস্টমসের সহকারী সাব-ইন্সপেক্টর পদে ঢাকা বিমান বন্দরে তার যোগদান করার কথা ছিল বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।