Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কোয়ারেন্টিনের বাইরে প্রকাশ্যে ঘোরাঘুরি, প্রবাসীর কারাদণ্ড

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৮ মার্চ, ২০২০, ৩:০৬ পিএম

শরীয়তপুরে হোম কোয়ারেন্টিনে না থেকে প্রকাশ্যে মোটরসাইকেলে ঘোরাঘুরি করায় এক প্রবাসীর ৫০ হাজার জরিমানা, অনাদায়ে তিন মাসের সশ্রম কারাদণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডিত করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার নড়িয়া থানার ওসি হাফিজুর রহমান জানান, মঙ্গলবার রাতে ইতালি থেকে রবিন সরদার (৩০) নড়িয়া উপজেলার চাকধ এলাকায় মোটরসাইকেলে প্রকাশ্যে ঘোরাফেরা করছিলেন। এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম এ দণ্ড দেন।

জানা যায়, সাজাপ্রাপ্ত রবিন সরদার শরীয়তপুরের নড়িয়া উপজেলা লোনসিং এলাকার বাসিন্দা। তিনি ৮ মার্চ ইতালি থেকে দেশে ফিরেন। মঙ্গলবার রাতে তিনি চাকধবাজার এলাকায় ঘোরাঘুরি করছিলেন। খবর পেয়ে উপজেলা প্রশাসনের লোকজন চাকধবাজারে দেখতে পান। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে দণ্ড দেয়া হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কারাদণ্ড


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ