Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

যৌন হয়রানির অভিযোগে শিক্ষার্থীকে মারধর

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়

বাকৃবি সংবাদদাতা : | প্রকাশের সময় : ১৮ মার্চ, ২০২০, ১২:০০ এএম

 বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে মো. ওবাইদুল হক রাব্বি নামের এক শিক্ষার্থীকে মারধর করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করে অভিযুক্ত শিক্ষার্থীর বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। গত সোমবার রাতে বিশ্ববিদ্যালয়ের কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের করিডোরে ওই ঘটনা ঘটে। অভিযুক্ত ওবাইদুল বিশ্ববিদ্যালয়ের কৃষিতত্ত¡ বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী ও আশরাফুল হক হলে থাকতেন।
জানা যায়, সোমবার রাত ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের করিডোরে এক ছাত্রীকে যৌন হয়রানি করছিলেন। এসময় অনিক নামের এক শিক্ষার্থী ঘটনাটি দেখে ফেলে। পরে অনিক ও অনিকের বন্ধুরা মিলে অভিযুক্ত ওবাইদুলকে ধরে বিশ্ববিদ্যালয়ের জব্বারের মোড়ে নিয়ে যায়। সেখানে যৌন হয়রানির অভিযোগ তুলে ওবাইদুলকে মারধর করেন তারা। এরপর ওবাইদুলকে আশরাফুল হক হলের গেষ্টরুমে নিয়ে যাওয়া হয়। পরে সেখানে প্রক্টরিয়াল বডি উপস্থিত হয়ে আহত ওবাইদুলকে বিশ্ববিদ্যালয়ের পুলিশ ক্যাম্পে নিয়ে যান।
অভিযুক্ত ওবায়দুল যৌন হয়রানির বিষয়টি স্বীকার করে বলেন, যৌন হয়রানি করার সময় অনিক ও তার বন্ধুরা আমাকে দেখে ফেলে মারধর করার পর আমাকে আশরাফুল হক হলের গেস্টরুমে নিয়ে যায়। পরে প্রক্টরিয়াল বডি আমাকে উদ্ধার করে। এর আগেও ওবাইদুলের বিরুদ্ধে যৌন হয়রানির বেশ কিছু অভিযোগ রয়েছে বলে জানা যায়।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. আজহারুল হক বলেন, অভিযুক্ত শিক্ষার্থীকে সংশোধনের জন্য তার পরিবারের হাতে তুলে দেয়া হয়েছে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বিষয়টি ক্ষতিয়ে দেখার জন্য একটি তদন্ত কমিটি গঠন করা হবে। পরবর্তীতে তদন্ত কমিটির রিপোর্ট অনুযায়ী অভিযুক্ত শিক্ষার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: যৌন হয়রানি


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ