প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
করোনাভাইরাসের ঝুঁকি এড়াতে দেশের সব সিনেমা হল আজ থেকে ২ এপ্রিল পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে। হল মালিক সমিতি এ সিদ্ধান্ত নিয়েছে। হল মালিকদের নেতা মিয়া আলাউদ্দিন বলেন, আমাদের অনেক হল মালিক নিজ উদ্যোগে হল বন্ধ রেখেছেন। অনেকে সমিতির সিদ্ধান্তের অপেক্ষায় ছিলেন। সমিতি সর্বসম্মতিক্রমে হল বন্ধের সিদ্ধান্ত নিয়েছে। তিনি বলেন, আগে মানুষের জীবনের নিরাপত্তা, তারপর বিনোদন। এ বিষয়টি বিবেচনা করে হল বন্ধের সিদ্ধান্ত নেয়া হয়েছে। বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক সমিতির সভাপতি খোরশেদ আলম খসরু বলেন, দেশের এ পরিস্থিতে সিনেমা হলগুলোতে দর্শক এমনিতে আসছে না। তাছাড়া এ ভাইরাস সংক্রামক। তাই আপাতত ২ এপ্রিল পর্যন্ত সিনেমা হল বন্ধ থাকবে। এরপর পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেওয়া হবে।তিনি বলেন, যেহেতু সরকার স্কুল, কলেজ সব বন্ধ করে দিয়েছে তাই আমাদের হল খোলা রেখে লাভ নেই। আর জীবনের চেয়ে বড় তো কিছু নেই। স্টার সিনেেেপ্লক্সের সিনিয়র মার্কেটিং কর্মকর্তা মেউবাহ উদ্দিন আহমেদ বলেন, যদি সরকারের তরফ থেকে রাখতে বলা হয়, তাহলে অবশ্যই আমরা মানব। কারণ সবার আগে মানুষের জীবন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।