Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভারপ্রাপ্ত ধর্ম সচিবের দায়িত্বে আবদুল জলিল

প্রকাশের সময় : ২ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : ভূর্মি রেকর্ড ও জরিপ অধিদফতরের মহাপরিচালক মো: আবদুল জলিলকে ধর্ম মন্ত্রণালয়ে ভারপ্রাপ্ত সচিব হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। গতকাল সোমবার ধর্ম মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত এক সভায় নবনিযুক্ত ভারপ্রাপ্ত ধর্ম সচিব মো: আব্দুল জলিলকে স্বাগত জানানো হয়। সভায় প্রধান অতিথি ছিলেন ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান। অতিরিক্ত সচিব মো: শহিদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় ধর্ম মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন সংস্থার প্রধানসহ সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীরা এ সময় উপস্থিত ছিলেন। একই সভায় ধর্ম মন্ত্রণালয়ের সদ্য বিদায়ী সচিব ড. চৌধুরী মো: বাবুল হাসানকে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়। বিদায়ী সচিব চৌধুরী মো: বাবুল হাসানকে সমাজকল্যাণ মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে। নবনিযুক্ত সচিব আব্দুল জলিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হতে ১৯৮১ সালে অর্থনীতিতে এমএ ডিগ্রি অর্জন করেন। চাকরিজীবনের শুরুতে তিনি ১৯৮৬ সালে ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে অ্যাসিসট্যান্ট কমিশনার হিসেবে যোগদান করেন। তিনি দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক হিসেবেও কর্মরত ছিলেন। গত ১১ জানুয়ারি তাকে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে নিয়োগ দেয়া হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারপ্রাপ্ত ধর্ম সচিবের দায়িত্বে আবদুল জলিল
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ