Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নাইজেরিয়ায় গ্যাস প্ল্যান্টে বিস্ফোরণ, নিহত ১৫

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৭ মার্চ, ২০২০, ১২:০২ এএম

নাইজেরিয়ার একটি গ্যাস প্রক্রিয়াজাতকরণ প্ল্যান্টে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১৫ জন নিহত এবং ৫০টিরও বেশি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। রোববার লাগোসের আবুলে আদো এলাকার পাইপলাইনের কাছে প্ল্যান্টে জড়ো করে রাখা কিছু সিলিন্ডারকে একটি ট্রাক ধাক্কা দিলে এ বিস্ফোরণ হয় বলে নাইজেরিয়ার ন্যাশনাল পেট্রোলিয়াম করপোরেশন (এনএনপিসি) জানিয়েছে। বিস্ফোরণে আশপাশের বেশ কয়েকটি ভবন ধসে পড়ে এবং এনএনপিসির পাইপলাইনটিও ক্ষতিগ্রস্ত হয়, জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। রাষ্ট্র নিয়ন্ত্রিত তেল কোম্পানি পরে এক বিবৃতিতে অ্যাটলাস কোভে-মোসিমি পাইপলাইনের কার্যক্রম স্থগিত করার কথা জানায়। বিস্ফোরণে আহত বেশ কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন নাইজেরিয়ার ন্যাশনাল ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সির (এনইএমএ) ইব্রাহিম ফারিনলোয়ে। এক প্রত্যক্ষদর্শী জানান, বিষ্ফোরণের পর প্ল্যান্ট ও এর আশপাশের এলাকা ধোঁয়ায় ছেয়ে গেলে উৎসুক জনগণ ঘটনাস্থলে ছুটে আসে; খবর পেয়ে ছুটে আসা দমকল বাহিনীর সদস্যরা আগুন নেভাতে ঝাঁপিয়ে পড়েন। ফারিনলোয়ে বলেন, বিস্ফোরণ এবং এরপর ছড়িয়ে পড়া আগুনে প্ল্যান্টের আশপাশের ৫০টিরও বেশি আবাসিক বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: প্ল্যান্ট
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ