মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
সউদী আরব থেকে উমরাহ পালন শেষে তুরস্কে ফেরত যাওয়া কয়েক হাজার মানুষকে কোয়ারেন্টিনে রাখা হচ্ছে। করোনা ভাইরাস সংক্রমণের আশঙ্কায় তাদের সাময়িক সময়ের জন্য আলাদা করে রাখা হবে। শনিবার কর্মকর্তারা জানিয়েছিলেন, প্রায় ২১ হাজার মানুষ উমরাহ পালন শেষে ফেরত যাওয়ার কথা রয়েছে তুরস্কে। তবে তাদের সবাইকে কোয়ারেন্টিনে নেয়া হবে কিনা সে ব্যাপারে নিশ্চিত হওয়া যায়নি। তুর্কি কর্মকর্তাদের বরাত দিয়ে এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। খবরে বলা হয়, স্থানীয় টেলিভিশনে প্রচারিত ফুটেজ ও ছবিতে দেখা গেছে যে, সউদী আরব থেকে উমরাহ পালন করে যাওয়া ব্যক্তিদের বাসে করে নিয়ে যাওয়া হচ্ছে। তাদের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের ডরমিটরিতে কোয়ারেন্টিন করে রাখা হবে। এখন পর্যন্ত তুরস্কে করোনা আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছে ছয় জন। কোনো মৃত্যুর ঘটনা না ঘটলেও ভাইরাসটি নিয়ন্ত্রণে পদক্ষেপ জোরদার করেছে আঙ্কারা। বহু দেশে ফ্লাইট বন্ধ করে দেয়া হয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে। রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।