মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইসরাইলের প্রেসিডেন্ট রুবেন রিভলিন মধ্যপন্থি দল ব্লু অ্যান্ড হোয়াইট পার্টির নেতা বেনি গান্টজকে নতুন সরকার গড়ার আহবান জানাবেন বলে জানিয়েছে প্রেসিডেন্টের কার্যালয়। মার্চের নির্বাচনে বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দল লিকুদের চেয়ে কম ভোট পেলেও গান্টজ কট্টর ডানপন্থি দল ইসরাইল বেইতেনু এবং আরবদের জয়েন্ট লিস্টের সমর্থন লাভ করেছেন। পার্লামেন্টের সংখ্যাগরিষ্ঠ এমপিদের সমর্থন বিবেচনায় ব্লু অ্যান্ড হোয়াইট পার্টির নেতাকেই সরকার গড়ার আহবান জানানো হচ্ছে, রোববার রিভলিনের কার্যালয়ের বিবৃতিতে এমনটাই বলা হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। স্থিতিশীল সরকারের জন্য ইসরাইলে এক বছরের মধ্যে তিনটি সাধারণ নির্বাচন হয়েছে। প্রতিটি নির্বাচনে লিকুদ ও ব্লু অ্যান্ড হোয়াইটের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হলেও কোনো দলই তাদের সুস্পষ্ট প্রাধান্যের প্রমাণ দিতে পারেনি। রোববার ইসরাইলের প্রেসিডেন্ট রিভলিন ১২০ আসনের পার্লামেন্ট নেসেটে আসন জেতা দলগুলোর শীর্ষ নেতাদের সঙ্গে সরকার গঠন নিয়ে বৈঠকে বসেছিলেন। সেখানেই বিপরীত দর্শনের দুই দল অ্যাভিদগর লিবারম্যানের ইসরাইল বেইতেনু এবং আরবদের জয়েন্ট লিস্ট গান্টজকে সমর্থন দেয়। “আলোচনা শেষে, নেসেটের ৬১ সদস্য গান্টজের প্রতি সমর্থন জানিয়েছেন। রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।