Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কাশ্মীর প্রসঙ্গ তোলায় নাখোশ ভারত

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৭ মার্চ, ২০২০, ১২:০২ এএম

প্রাণঘাতী করোনাভাইরাস সংক্রমণ মোকাবিলায় রোববার ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আহবানে ভিডিও কনফারেন্সে অংশ নিয়েছিলেন সার্কভুক্ত দেশের সরকার প্রধানরা। তবে সেখানে ছিলেন না পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান, প্রতিনিধি হিসেবে পাঠিয়েছিলেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী জাফর মির্জাকে। বৈঠকে বক্তব্যকালে করোনার পাশাপাশি হঠাৎ কাশ্মীর প্রসঙ্গ টেনে আনেন পাকিস্তানি স্বাস্থ্যমন্ত্রী। আর তাতেই নাখোশ ভারত। জাফর মির্জা বক্তব্যের মধ্যে বলেন, ‘জম্মু ও কাশ্মীরে কোভিড-১৯ সংক্রমণের খবর পাওয়া গেছে। এমন চ‚ড়ান্ত স্বাস্থ্য সংকটের সময় অবিলম্বে ওই অঞ্চলের সব ধরনের নিষেধাজ্ঞা তুলে নেয়া উচিত।’ তার এ বক্তব্য নিয়ে মোদি সরকার সরাসরি কিছু না বললেও সরকারি সূত্রের বরাতে ভারতীয় সংবাদমাধ্যমগুলো বলছে, সার্ক (দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা) কনফারেন্সে অংশ নিয়ে শুরু থেকেই অস্বস্তিতে ছিলেন পাকিস্তানি মন্ত্রী। হঠাৎ তার হাতে একটি চিরকুট গুঁজে দেওয়ার পরেই কাশ্মীর প্রসঙ্গ টেনে আনেন তিনি। ভারতের দাবি, এই বৈঠক মানবিকতার প্রেক্ষিতে আয়োজন করা হয়েছিল। কিন্তু সেটি নিয়ে রাজনীতি করার চেষ্টা করেছে পাকিস্তান। পাকিস্তানি মন্ত্রীর বক্তব্যের কড়া সমালোচনা করেছেন বিজেপির সংসদ সদস্য ও সাবেক ক্রিকেটার গৌতম গম্ভীর। হিন্দুস্তান টাইমস।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ