Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী উপলক্ষে বৈশাখী টেলিভিশনের আয়োজন

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৭ মার্চ, ২০২০, ১২:০২ এএম

বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী উপলক্ষে বৈশাখী টেলিভিশনের আয়োজনে থাকছে নাটক, সিনেমা, প্রতিবেদন, গানসহ নানা আয়োজন। মামুন আব্দুল্লাহর প্রযোজনায় সকাল ৭টা ৪৫ মিনিটে দেশের গান নিয়ে প্রচার হবে ‘জন্মভূমি’। লিটু সোলায়মানের প্রযোজনায় সকাল ৮টা ২০মিনিটে বৈশাখীর সকালের গানে অংশ নিবেন ৮ জন জনপ্রিয় শিল্পী। এরা হলেন, কাদেরী কিবরিয়া, তিমির নন্দী, ফেরদৌস আরা, অনিমা রায়, লিজা, রাজিব, শবনম প্রিয়াঙ্কা, বর্ণালী সরকার। দুপুর ২টা ৪৫ মিনিটে দেশের গান নিয়ে অনুষ্ঠান ‘শুধু সিনেমার গান’। সন্ধ্যা সাড়ে ৫টায় প্রচার হবে বঙ্গবন্ধুকে নিয়ে আলোচনা অনুষ্ঠান ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’। রাত ১১টায় প্রচার হবে মুক্তিযুদ্ধের নাটক ‘পবন মাঝি’। অভিনয়ে- চঞ্চল চৌধুরী, সোহানা সাবা, রাইসুল ইসলাম আসাদ, রহমত আলী প্রমুখ।বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী উপলক্ষে প্রচার হবে দুটি সিনেমা। সকাল ১০টা ২০মিনিটে প্রচার হবে ‘বীর সৈনিক’। অভিনয়ে- মান্না, মৌসুমী, সাথী প্রমুখ। রাত ১২টায় দেখানো হবে ‘হৃদয়ের আয়না’। অভিনয়ে- রিয়াজ, আয়না, বুলবুল আহমেদ, সাদেক বাচ্চু প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বঙ্গবন্ধু

৮ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ