Inqilab Logo

শনিবার, ০৬ জুলাই ২০২৪, ২২ আষাঢ় ১৪৩১, ২৯ যিলহজ ১৪৪৫ হিজরী

করোনা : ইরানের শীর্ষ ধর্মীয় নেতার মৃত্যু

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৬ মার্চ, ২০২০, ৭:৩৮ পিএম

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতাকে নির্বাচন করে ও নিয়োগ দেয় দেশটির শীর্ষ ধর্মীয় পরিষদ। দেশটির সেই ধর্মীয় পরিষদের এক প্রবীণ সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন। -খবর বার্তা সংস্থা ইরনা ও ফারস
ইরানের শীর্ষ ধর্মীয় পরিষদের ওই সদস্যের নাম আয়াতুল্লাহ হাশেম বাথায়ী গোলপায়েগানি। তার বয়স হয়েছিল ৭৮ বছর। মৃত্যুর দুইদিন আগে তিনি কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ।
এএফপির প্রতিবেদন অনুযায়ী, তেহরানের ৮৮ সদস্যবিশিষ্ট বিশেষজ্ঞ পরিষদের একজন প্রতিনিধি ছিলেন আয়াতুল্লাহ হাশেম। করোনায় আক্রান্ত হয়ে সাবেক ও বর্তমান মিলিয়ে দেশটির অন্তত ১২ জন নেতার মৃত্যু হলো। এছাড়া এরকম আরও অন্তত ১৩ জন নেতা করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন।
দেশটির আধা সরকারি সংবাদ সংস্থা ইসনা জানিয়েছে, প্রাণঘাতী করোনাভাইরাসে ইরানের প্রখ্যাত অর্থনীতিবিদ এবং রাজনৈতিক কর্মীদেরও মৃত্যু হয়েছে। এছাড়া ফারিবোরজ রইস নামের ৭১ বছর বয়সী আরেক নামকরা অর্থনীতিবিদ করোনায় আক্রান্ত হয়ে ছয় দিন ধরে হাসপাতালে ভর্তি রয়েছেন।
চীনের উহান থেকে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাসের প্রাদুর্ভাব এখন খোদ চীনেই কমেছে। ইউরোপকে করোনা প্রাদুর্ভাবের নতুন কেন্দ্রস্থল হিসেবে ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।



 

Show all comments
  • md.Akbar Hussain ১৬ মার্চ, ২০২০, ৯:২৩ পিএম says : 0
    এ নেতারা কি হারাম খেতেন? মৃত্যু হয় আল্লাহর ইচ্ছায়।
    Total Reply(0) Reply
  • Mohammed Kowaj Ali khan ১৬ মার্চ, ২০২০, ৯:৫৮ পিএম says : 0
    সকল বিপদ আল্লাহ তা'আলার গজব। আল্লাহ তা'আলার গজব হইতে বাঁচার একমাত্র পথ আর মত ইসলাম। শুনেছি চিন নাকি ইসলামের আদরশে বিশ্বাসী হইতেছে যদি তাই হয় তবে অতি সত্বর বারমা এবং ভারত আক্রমণ করুক এবং বারমা এবং ভারতকে গুড়িয়ে, উরিয়ে দেউক। তখনই তাহারা সম্পূর্ন বিপদ মুক্ত হইতে পারিবে। ইনশাআল্লাহ। এবং ইসলাম ধর্ম কবুল করুক।
    Total Reply(0) Reply
  • Mohammed Kowaj Ali khan ১৬ মার্চ, ২০২০, ৯:৫৮ পিএম says : 0
    সকল বিপদ আল্লাহ তা'আলার গজব। আল্লাহ তা'আলার গজব হইতে বাঁচার একমাত্র পথ আর মত ইসলাম। শুনেছি চিন নাকি ইসলামের আদরশে বিশ্বাসী হইতেছে যদি তাই হয় তবে অতি সত্বর বারমা এবং ভারত আক্রমণ করুক এবং বারমা এবং ভারতকে গুড়িয়ে, উরিয়ে দেউক। তখনই তাহারা সম্পূর্ন বিপদ মুক্ত হইতে পারিবে। ইনশাআল্লাহ। এবং ইসলাম ধর্ম কবুল করুক।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনা

৫ ফেব্রুয়ারি, ২০২৩
১০ ডিসেম্বর, ২০২২
৭ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ