Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নোয়াখালীর বেগমগঞ্জে অস্ত্রসহ ২জন গ্রেফতার

নোয়াখালী ব্যুরো | প্রকাশের সময় : ১৬ মার্চ, ২০২০, ১:২৪ পিএম

বেগমগঞ্জ উপজেলার কুতুবুপুরে অভিযান চালিয়ে গোয়েন্দা পুলিশ ফয়েজ (২৮) ও শাকিল (২৪) নামের দুই যুবককে গ্রেফতার করেছে। এসময় তাদের কাছ থেকে পাইপগান ও কার্তুজ উদ্ধার করা হয়েছে।
সোমবার দুপুরে তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। এরা হলো, চৌমুহনী পৌর হাজীপুর ৯নং ওয়ার্ডের তোফায়েল আহম্মদের ছেলে ফয়েজ ও দূর্গাপুর ইউনিয়নের দোকানঘর এলাকার শাকিল।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার গভীর রাতে কুতুবপুর এলাকার একটি বাড়ীতে অভিযান পরিচালনা করা হয়। এসময় একটি ঘরে আত্মগোপন থাকা অবস্থায় সন্ত্রাসী ফয়েজ ও শাকিলকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানকালে ওই ঘরে তল্লাশি চালিয়ে দেশি তৈরি একটি পাইপগান ও ৪ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।
নোয়াখালী ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ আশিকুর রহমান জানান, গ্রেপ্তারকৃতরা বেগমগঞ্জের শীর্ষ সন্ত্রাসী স¤্রাট বাহিনী প্রধান সহকারি। তাদের বিরুদ্ধে অপহরণ, হত্যাসহ বিভিন্ন ঘটনায় থানায় একাধিক মামলা রয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অস্ত্রসহ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ