মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েনের পদক্ষেপের বিরুদ্ধে শক্তিশালী জবাব দেওয়ার হুমকি দিয়েছে উত্তর কোরিয়া। যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া গত শুক্রবার বলেছে, দ্য টার্মিনাল হাই আলটিচুড এরিয়া ডিফেন্স (টিএইচএএডি) ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্র ও ক্ষেপণাস্ত্রের হুমকি মোকাবেলা করা হবে। উত্তর কোরিয়া এ বছর চতুর্থবারের মতো পারমাণবিক অস্ত্র এবং দূরপাল্লার রকেট উৎক্ষেপণ করে নতুন জাতিসংঘ নিষেধাজ্ঞার মুখে পড়ার পর এই প্রথম যুক্তরাষ্ট্র এবং দক্ষিণ কোরিয়া পিয়ংইয়ংয়ের বিরুদ্ধে এ ব্যবস্থা বসানোর ঘোষণা দিল। উত্তর কোরিয়ার সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে, যুক্তরাষ্ট্রের বিশ্বে মাতবরি করার আগ্রাসী হাতিয়ার টিএইচএএডি (থাড) দক্ষিণ কোরিয়ায় নিয়ে আসার স্থান এবং সময় জানতে পারা মাত্র এর বিরুদ্ধে দাঁত ভাঙা জবাব দেওয়া হবে। নির্মম প্রতিশোধমূলক হামলা মোকাবেলায় আমাদের সেনাবাহিনী পিছপা হবে না। উত্তর কোরিয়া প্রায়ই দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রকে এ ধরনের হুমকি দিয়ে আসছে। চরম উত্তেজনার সময় উত্তর কোরিয়া প্রায়ই এ ধরনের প্রতিক্রিয়া প্রকাশ করে। উত্তর কোরিয়ার নেতা কিম জং-উনের বিরুদ্ধে গত সপ্তাহে যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা আরোপের পর পিয়ংইয়ং এ পদক্ষেপকে সরাসরি যুদ্ধ ঘোষণা বলে অভিহিত করেছে। থাড মোতায়েনের ঘোষণা আসার একদিন পরই উত্তর কোরিয়া তাদের পূর্ব উপকূলে থাকা একটি সাবমেরিন থেকে ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালায়। বিবিসি, রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।