Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফিলিপাইনে ৪০ আবু সায়াফ সদস্য নিহত

প্রকাশের সময় : ১৩ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ফিলিপাইনে নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে সশস্ত্র সংগঠন আবু সায়াফ গ্রুপের (এএসজি) ৪০ সদস্য নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২৫ জন। গত সোমবার দেশটির সেনাবাহিনীর বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে। সেনাবাহিনীর আঞ্চলিক মুখপাত্র মেজর ফাইলমন তান বলেন, বন্দুকযুদ্ধে ২২ জন নিহত ও ১৬ জন আহত হয়েছে। গত সপ্তাহে মুসলিম অধ্যুষিত সুলু প্রদেশের একটি জঙ্গলে এ অভিযান চালানো হয়। বিদেশি কয়েকজন নাগরিককে জিম্মি করে মুক্তিপণ আদায়ের অভিযোগে সেখানে এ অভিযান পরিচালনা করে নিরাপত্তা বাহিনী। ম্যানিলা থেকে প্রায় ৫৯০ মাইল দক্ষিণে ওই এলাকায় অভিযানের সময় এক সৈন্যও নিহত হন বলে জানান তিনি। এদিকে বসিলন প্রদেশের একটি দ্বীপের টিপো-টিপো শহরে সেনা অভিযানে আরও ১৮ আবু সায়াফ সদস্য নিহত হয়। বিবিসি, রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফিলিপাইনে ৪০ আবু সায়াফ সদস্য নিহত
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ