Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাপানে পার্লামেন্ট নির্বাচনে বিজয় দাবি আবের

প্রকাশের সময় : ১৩ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে পার্লামেন্টের উচ্চ কক্ষের নির্বাচনে বিজয় দাবি করেছেন। তিনি বলেছেন, ভোটাররা এর মাধ্যমে তার অর্থনৈতিক নীতির প্রতি সমর্থন ব্যক্ত করেছেন। বুথ ফেরত ভোটারদের ওপর পরিচালিত এক জরিপে দেখা গেছে, তার জোট ১২১ এর বেশি আসনে জয়ী হবে। তিনি যদি এরপর নিম্নকক্ষে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিতা পান তাহলে সংবিধানিক পরিবর্তন প্রশ্নে ভোটাভুটির আয়োজন করতে পারবেন। এতে সামরিক পদক্ষেপের ওপর বিধি-নিষেধ শিথিল হবে। তবে আবে বলেছেন, বিতর্কিত এ ব্যাপারে বলার সময় এখনও আসেনি। গত রোববার দেশটির ৪৫টি প্রদেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে ২৪২ আসনের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করেন ৩৮৯ জন প্রার্থী। উচকক্ষের ভোটে প্রধানমন্ত্রী আবের নেতৃত্বাধীন লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) ও তার জোট ২৪২ আসনের মধ্যে ১৪৭ আসন পাবে। উচকক্ষের এই নির্বাচন প্রতি তিন বছর পর অনুষ্ঠিত হয়। বিবিসি, রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জাপানে পার্লামেন্ট নির্বাচনে বিজয় দাবি আবের
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ