মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের একটি আদালত প্রাঙ্গণে এক বন্দির গুলিতে আইন প্রয়োগকারী সংস্থার দুই কর্মকর্তা নিহত হয়েছেন। আদালত প্রাঙ্গণে উপস্থিত আইন প্রয়োগকারী সংস্থার অন্যান্য কর্মকর্তাদের গুলিতে ওই বন্দুকধারী বন্দি ও নিহত হন। গত সোমবার শিকাগো থেকে ১৬০ কিলোমিটার উত্তর-পূর্বে অবস্থিত অবকাশযাপন শহর সেন্ট জোসেফে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে খবরে বলা হয়েছে। নিহত দুই কর্মকর্তা আদালতে নিরাপত্তা বিধানের কাজে নিয়োজিত ছিলেন। আদালতে নিয়োজিত এসব নিরাপত্তা কর্মকর্তাকে যুক্তরাষ্ট্রে বেইলিফ বলা হয়।
নিহত ওই বন্দিকে আদালতে নিয়ে যাওয়ার পর তিনি বেইলিফদের সঙ্গে ধ্বস্তাধস্তি শুরু করেন, এক পর্যায়ে এক কর্মকর্তার পিস্তল ছিনিয়ে নিয়ে গুলি ছুঁড়ে বলে জানিয়েছেন বেরিয়েন কাউন্টি শেরিফ পল বেইলি। বন্দি আসামি গুলি ছুঁড়তে শুরু করলে আদালত প্রাঙ্গণে উপস্থিত লোকজন নিরাপদ আশ্রয়ে চলে যায়। এ সময় অন্যান্য কর্মকর্তারা গুলি করে ওই বন্দুকধারী বন্দিকে হত্যা করে। এ ঘটনায় এক ডেপুটি শেরিফ ও অপর এক বেসামরিক ব্যক্তি আহত হয়েছেন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তাদের অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানা গেছে। নিহত বন্দির পরিচয় প্রকাশ করা হয়নি এবং তার বিরুদ্ধে কী অভিযোগ ছিল তা জানাননি শেরিফ বেইলি। অপর এক খবরে বলা হয়, বেরিয়েন কাউন্টি শেরিফ পল বেইলি জানান, আদালতে হাজির করার সময় আইনশৃঙ্খলার দায়িত্বে নিয়োজিত ব্যক্তিদের বন্দুক কেড়ে নিয়ে গুলি করেন এক ব্যক্তি। এ সময় আদালতের লোকজন নিরাপদ আশ্রয় নেন। এ সময় বন্দির গুলিতে দুই কর্মকর্তা ও পুলিশের গুলিতে ওই হাজতি নিহত হন। সহকর্মীদের মৃত্যুকে তিনি ভয়াবহ হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, নিহত কর্মকর্তারা ৩০ বছর ধরে আমার পরিচিত। তাদের মৃত্যুতে আমি শোকাহত। বিবিসি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।