Inqilab Logo

শনিবার, ২৯ জুন ২০২৪, ১৫ আষাঢ় ১৪৩১, ২২ যিলহজ ১৪৪৫ হিজরী

দিল্লিতে জাতিগত বিদ্বেষে মণিপুরী আন্দোলনকর্মী

প্রকাশের সময় : ১৩ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ভারতে আবারো জাতিগত বিদ্বেষের শিকার হয়েছেন একজন মণিপুরী নারী। এবারকার ঘটনাস্থলও দিল্লি। সিউলে যাওয়ার সময় মণিপুরের সামাজিক আন্দোলনের সঙ্গে জড়িত একজন নারীকে দিল্লি বিমানবন্দরে শুনতে হয়, আপনি পাক্কা ভারতীয় তো? খোদ বিমানবন্দরের একজন সরকারি কর্মকর্তা তার উদ্দেশে এই মন্তব্য করেন। এ ঘটনায় ভারতজুড়ে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। ভারতীয় সংবাদমাধ্যমগুলো বলছে, সিউলে গ্লোবাল উইমেনস কনফারেন্সে যোগ দেয়ার জন্য গত রোববার দিল্লি বিমানবন্দরে পৌঁছেন মনিকা খানগেমবাম। অভিযোগ, সেখানে অভিবাসন দপ্তরে যখন তিনি তার পাসপোর্টটি উল্লিখিত কর্মকর্তার হাতে দেন, তখন ওই কর্মকর্তা তাকে কটাক্ষ করে বলেন, ভারতীয় বলে তো মনে হচ্ছে না! এখানেই শেষ নয়। মনিকাকে ভারতের রাজ্যের সংখ্যাও জিজ্ঞেস করা হয়। ইনডিয়া টাইমস।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: দিল্লিতে জাতিগত বিদ্বেষে মণিপুরী আন্দোলনকর্মী
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ