মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : ভারতের হিন্দুত্ববাদী সংগঠন রাষ্ট্রীয় স্বয়ং সেবক সঙ্ঘ (আরএসএস) প্রধান মোহন ভাগবতকে ওলামা কাউন্সিল ৬ দফা প্রশ্ন করেছে এবং তার সঙ্গে সাক্ষাতের সময় চেয়েছে। সারা ভারত সুন্নী ওলামা কাউন্সিলের পক্ষ থেকে মোহন ভাগবতের কাছে দেশপ্রেম, জাতীয়তাবাদ, হিন্দু রাষ্ট্র ইত্যাদি নিয়ে ৬টি প্রশ্ন করা হয়েছে। গতকাল মঙ্গলবার গণমাধ্যমে প্রকাশ, অল ইন্ডিয়া সুন্নী ওলামা কাউন্সিল-এর সদস্য হাজী মুহাম্মদ সালিস গত সোমবার কানপুরে আরএসএস প্রধান মোহন ভাগবতের সঙ্গে সাক্ষাৎ করতে যান। এ সময় আরএসএস কর্মকর্তারা তাদের ভেতরে প্রবেশ করতে দেননি, যদিও তাদের দেয়া ৬টি প্রশ্ন সম্বলিত এক চিঠিকে গ্রহণ করা হয়েছে। প্রসঙ্গত, ওলামা কাউন্সিলের সদস্য হাজী মুহাম্মদ সালিস আগেও আরএসএসের সংখ্যালঘু শাখার প্রধান ইন্দ্রেশ কুমারের কাছেও কয়েক দফা প্রশ্নের জবাব চেয়েছিলেন। যদিও তার উত্তর এখনো পর্যন্ত পাওয়া যায়নি। এবার ৬ দফা প্রশ্ন ফের আরএসএসের বৈঠকে পাঠানো হয়েছে। হাজী মুহাম্মদ সালিসের আশা এবার হয়ত তাদের প্রশ্নের জবাব মিলতে পারে। ওলামা কাউন্সিলের প্রশ্ন- আরএসএস কী ভারতকে ‘হিন্দুরাষ্ট্র’ তৈরি করতে চায়? যদি উত্তর হ্যাঁ হয়, তাহলে তা কি হিন্দু ধর্মগ্রন্থ অনুযায়ী চলবে? ধর্ম পরিবর্তন নিয়ে আরএসএসের নীতি কি? মুসলিমদের কাছ থেকে আরএসএস কি ধরণের দেশপ্রেম চায়? আরএসএস ইসলাম সম্পর্কে কী জানে এবং কী বোঝে? ইসলামের কাছ থেকে আরএসএস কী চায়? আরএসএসের প্রান্ত প্রচারকদের বার্ষিক বৈঠকে অংশ নেয়ার জন্য সঙ্ঘ প্রধান মোহন ভাগবত, ভাইয়া জি জোশিসহ ৪১ প্রান্ত প্রচারক কানপুরে এসেছেন। পার্সটুডে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।